শিরোনাম
নির্বাচনে অংশ নিতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: প্রেস সচিব শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দ্বীপরাষ্ট্র তাইওয়ান বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার ‘আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ জানতে চাইলেন ‘খুন হওয়া’ ব্যক্তি রাজশাহী-৫: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন অধ্যাপক নজরুল ইসলাম পেন্টাগনের চাঞ্চল্যকর প্রতিবেদন, অরুণাচলকে তাইওয়ানের মতো ‘মূল স্বার্থ’ ঘোষণা চীনের তারেক রহমানকে স্বাগত জানিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মিছিল রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ২৪ হাজার কোটি টাকা বাড়াল সরকার লালমাইয়ে অবৈধ দুটি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেন এসিল্যান্ড শাহীন আক্তার শিফা

লালমাইয়ে অবৈধ দুটি ইটভাটাকে ৪ লক্ষ টাকা জরিমানা করেন এসিল্যান্ড শাহীন আক্তার শিফা

Chif Editor

কুমিল্লা জেলা প্রতিনিধি :- অদ্য ২৪ ডিসেম্বর, ২০২৫ তারিখ, উপজেলা প্রশাসন, লালমাই, কুমিল্লা এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে লালমাই উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৮ (৩) এর ১৮ (২) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় নিম্নবর্ণিত ইটভাটাসমূহ উচ্ছেদ করা হয়। মেসার্স এ কে ব্রিকস, দত্তপুর, বাগমারা, লালমাই, কুমিল্লা নামক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

মেসার্স এমরান ব্রিকস, সাং- অলিশ্বর, লালমাই, কুমিল্লা নামক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক নগদ আদায় করা হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ কিলন (চুল্লি) ভেঙ্গে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

উক্ত অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন শাহীন আক্তার শিফা, সহকারী কমিশনার (ভূমি), লালমাই, উপজেলা। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ ও পরিদর্শক জোবায়ের হোসেন। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জনাব মোঃ শফিকুল ইসলাম এবং হিসাবরক্ষক জনাব মোঃ তোফায়েল মজুমদার। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন, বাংলাদেশ সেনাবাহিনী এবং লালমাই থানা পুলিশ। পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের আওতাধীন এলাকায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply