বিয়ের আসরে নবদম্পতির হাতে ‘জাস্টিস ফর হাদি’ প্ল্যাকার্ড

Chif Editor

অনলাইন ডেস্ক :- বিয়ের সাজে বর-কনে, চারদিকে উৎসবের আমেজ—কিন্তু তাদের হাতে কোনো উপহার নয়, বরং শোভা পাচ্ছিল প্রতিবাদের প্ল্যাকার্ড। শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামের পটিয়ায় এক ব্যতিক্রমী বিয়ের সাক্ষী হলো এলাকাবাসী। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাঝেই ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড হাতে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন নবদম্পতি মাসুদুল হক মাসুম ও সাবিনা আক্তার সুমাইয়া।

নাইখাইন গ্রামের মাসুদুল ও জিরি গ্রামের সুমাইয়ার মালাবদলের সময়টি ছিল অন্য সব বিয়ের চেয়ে আলাদা। জীবনের নতুন অধ্যায় শুরু করার মুহূর্তেই তারা বেছে নেন প্রতিবাদের ভাষা। বর-কনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—‘শহিদ ওসমান হাদি হত্যার বিচার চাই’। তাদের এই সাহসী অবস্থান মুহূর্তেই বিয়ের আমেজকে এক গম্ভীর ও মানবিক রূপ দেয়।

শুধু বর-কনেই নন, এই প্রতিবাদে সামিল হন আগত অতিথিরাও। অনুষ্ঠানস্থলে আরও কিছু প্ল্যাকার্ড দেখা যায় যাতে লেখা ছিল— জান দেবো, জুলাই দেবো না, উই ওয়ান্ট জাস্টিস ফর ওসমান হাদি, আমি আমাদের শত্রুর সঙ্গে ইনসাফ চাই, ইনকিলাব জিন্দাবাদ।

গত ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে নির্মমভাবে গুলিতে আহত হন ওসমান হাদি। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়। এই হত্যাকাণ্ডের বিচার যেন ধামাচাপা না পড়ে, সেই তাগিদ থেকেই নবদম্পতি এই উদ্যোগ নেন।

এ বিষয়ে বর মাসুদুল হক মাসুম বলেন, বিয়ে জীবনের বড় একটি আনন্দ। কিন্তু এই আনন্দঘন মুহূর্ত থেকেই আমরা সমাজকে বার্তা দিতে চেয়েছি যে, অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকা অপরাধ। হাদির ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।

মাসুমের বন্ধু তারেক বলেন, ‘আজকাল মানুষ বিয়েতে শুধু আনন্দে মেতে থাকে। কিন্তু মাসুম ও সুমাইয়া দেখিয়েছেন, সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়বিচারের পক্ষে যে কোনো সময় আওয়াজ তোলা সম্ভব। তাদের সাহসী উদ্যোগ আমাদের সবাইকে ভাবতে বাধ্য করেছে।’

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও নবদম্পতির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দ্রুত হাদির হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি করেন।

Leave a Reply