বছর শুরুর আগেই নতুন পাঠ্যবই অনলাইনে পাবেন কখন ও কীভাবে

Chif Editor

অনলাইন ডেস্ক :-  ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বছরের শুরুর আগেই সরকারের বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন পড়তে পারবে। আগামী রোববার (২৮ ডিসেম্বর) থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) ওয়েবসাইটে (www.nctb.gov.bd) এসব নতুন পাঠ্যবই পাওয়া যাবে বলে জানিয়েছে বিনামূল্যের পাঠ্যবই ছাপা ও বিতরণের দায়িত্বে থাকা সংস্থাটি।

সংস্থাটি জানিয়েছে, ওইদিন ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের অনলাইন ভার্সন ওয়েবসাইটে আপলোডকরণ এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে এনসিটিবি। বেলা ১১টায় এনসিটিবি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত থাকবেন।

সংস্থাটি আরও জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে www.nctb.gov.bd-এই ওয়েবসাইটে ২০২৬ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সন পাঠ্যপুস্তকের মোট ৬৪৭টি বইয়ের অনলাইন ভার্সন পাওয়া যাবে।

নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে আগামী ১ জানুয়ারি। সেদিনই প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার কথা। কিন্তু জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, এখনো মাধ্যমিকের বেশকিছু বই ছাপানো বাকি রয়েছে। ফলে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

Leave a Reply