
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের অর্থের প্রয়োজন হলে তা শুধুমাত্র ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে আগের মতোই সংগৃহীত অর্থের পূর্ণ হিসাব জনসম্মুখে উন্মুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।
এছাড়া ইনকিলাব মঞ্চের নাম ব্যবহার করে বা সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করে কেউ যেন আলাদাভাবে ক্রাউড ফান্ডিং না করে— সে বিষয়ে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।



