কুমিল্লার দেবিদ্বারে ছয় বছরের এক শিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।
অভিযুক্ত আরমান হোসেন ভূঁইয়া (১৭) দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ভূঁইয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর বিকেলে পার্শ্ববর্তী বাড়ি থেকে আরবি পড়া শেষে বাড়ি ফিরছিল শিশুটি। পথে গোপালনগর গ্রামের আল-আমিন মেম্বারের বাড়ির একটি নির্মাণাধীন ভবনে তাকে ফুঁসলিয়ে নিয়ে যায় আরমান। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী শিশুটির দাদি জানান, ঘটনার দিন সন্ধ্যায় শিশুটি বাড়ি ফিরে তার মাকে সব জানায়। প্রথমে লোকলজ্জার ভয়ে বিষয়টি তারা গোপন রাখেন। কিন্তু গত দুই দিন ধরে শিশুটি প্রচণ্ড যন্ত্রণায় বিছানায় কাতরালেও প্রভাবশালীদের চাপের মুখে তাকে হাসপাতালে নিতে পারেননি তারা। শেষমেশ মঙ্গলবার রাত ১টার দিকে খবর পেয়ে প্রতিবেশী দাদা মোয়াজ্জেম হোসেন স্বপন ভূঁইয়া তাকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “চার দিন ধরে আমার মেয়েটা মৃত্যুর সাথে লড়ছে। প্রভাবশালীরা বিচার না করে উল্টো মীমাংসার কথা বলে মামলা না করতে চাপ দিচ্ছে। আমরা গরিব বলে কি বিচার পাব না?”
প্রতিবেশী দাদা মোয়াজ্জেম হোসেন স্বপন ভূঁইয়া বলেন, “ঘটনার দুই দিন পর শিশুটির দাদি আমাকে বিষয়টি জানান। আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। একটি প্রভাবশালী চক্র ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং অভিযুক্ত আরমান এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।”
অভিযুক্তের বাবা মোবারক হোসেন ভূঁইয়া ধর্ষণের অভিযোগ অস্বীকার করে বলেন, “হাসপাতালে মেয়েটিকে দেখতে গিয়েছি। পরীক্ষায় কিছু পাওয়া যায়নি। হয়তো ধস্তাধস্তি হয়েছে, কিন্তু বড় কিছু হয়নি। আমরা মেয়েটির বাবার সাথে বসে এলাকার লোকজনের মাধ্যমে বিষয়টি মীমাংসা করেছি।”
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “আমি ছুটিতে ছিলাম। কর্মস্থলে ফেরার পর সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.