
রাজধানীর পূর্বাচল এলাকার ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) ও বিমানবন্দর সড়ক সংলগ্ন স্থানে সমাবেশের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃক্ষরোপণ এবং ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম শুরু করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে এ পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
পরিচ্ছন্নতা অভিযান শেষে আমিনুল হক বলেন, “কোনো ধরনের অপপ্রচার চালিয়ে বিএনপিকে থামানো যাবে না। জনগণের কল্যাণ ও দেশের সৌন্দর্য রক্ষায় সব ধরনের ভালো কাজের সাথে বিএনপি সবসময় পাশে আছে।” ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “ষড়যন্ত্র করে লাভ নেই, আগামী দিনের ভোটের মাঠেই জনগণ এসবের দাঁতভাঙ্গা জবাব দেবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এক্সপ্রেসওয়ের ডিভাইডার ও আশপাশের এলাকা থেকে পুরোনো ব্যানার সরিয়ে নতুন গাছের চারা রোপণ করেন।



