
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মত চলছে বিক্ষোভ কর্মসূচি। রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে হাদির খুনিসহ জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চ।
শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ক্ষোভ থামছে না শাহবাগে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দ্বিতীয় দিন রাতেও উত্তাল শাহবাগ এলাকা।
এদিকে সকালে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে যাত্রা নির্বিঘ্ন করতে ঘণ্টা দুয়েকের জন্য শাহবাগ ছেড়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার সাথে সরাসরি জড়িত কোনো আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সরকার। প্রয়োজনে সংসদ ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পল্টন এলাকায় ওসমান হাদিকে গুলি করে সন্ত্রাসীরা। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি।



