কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লায় সাপ্তাহিক জয়যাত্রার প্রতিষ্ঠাতা সম্পাদক আহমেদ মীর্জা খবীর,কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মীর্জা ফসিহ্ উদ্দিন আহমেদ, পিতা, মাসাসের অর্থ সচিব মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতির পিতামহ মীর্জা গিয়াসউদ্দিন আহমেদ"র ৪৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কুরআন ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডুমুরিয়া চান্দপুর প্রত্যয় চাইল্ড একাডেমির প্রিন্সিপাল মুফতী মওলানা মফিজুল ইসলাম হেলালীর পরিচালনায় কোরআনের পাখিরা খতমে কুরআন শরীফ পাঠ করে। পরে গজল আবৃত্তি, রাসুলুল্লাহ সাঃ এর শানে আলোচনা,দরুদপাঠ শেষে সকল মৃত মুসলমানদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এড. মির্জা কামাল, দৈনিক আমারদেশ এর প্রতিনিধি মোঃ শাহালম শফি, দৈনিক যায়যায় দিন এর প্রতিনিধি ও কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা (মাসাস) এর নেতা দেশপত্র পত্রিকার প্রধান সম্পাদক জুয়েল খন্দকার, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2025 দেশপত্র. All rights reserved.