শিরোনাম
পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দোকান ঘর উচ্ছেদ করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা স্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন দিলেন জয়যাত্রার প্রতিষ্ঠাতা সম্পাদক মীর্জা খবীরের পিতার আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন মাহফিল সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র পক্ষে আইনজীবীর আইনগত গণ-বিজ্ঞপ্তি রংপুর বিভাগে জাতীয় পার্টির ৩৩ টি আসন উদ্ধারের চেষ্টা ৭ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খাঁন শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দোকান ঘর উচ্ছেদ করে মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

Chif Editor

বিশাল রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রামনাথ হাটের সরকারি  জায়গার দোকান উচ্ছেদের প্রতিবাদে  মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রামনাথ বাজারে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা।

মানববন্ধনে ব্যবসায়িরা  বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই রামনাথ বাজারে  ব্যবসা করে আসছি। কিন্তু ঠাকুরগাঁও সদর  উপজেলা এলজিইডি বাজারে দ্বিতল বিশিষ্ট মার্কেট নির্মান করার জন্য  আমাদের উচ্ছেদ করার জন্য নোটিশ করেছে। বক্তৃারা বলেন, এই রামনাথ বাজারটি একটি গ্রামীন বাজার এখানে দ্বিতল বিশিষ্ট মার্কেটে কোন খরিদ্দার আসবে না। এ সময় ব্যবসায়িরা জেলা প্রশাসক ঠাকুরগাঁওয়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দয়া করে আমরা ক্ষুদ্র ব্যবসায়ি আমাদেরকে বাঁচান, আমরা এই ক্ষুদ্র ব্যবসা করে সংসার পরিচালনা করে আসতেছি।

তারা আরও বলেন, আমাদেরকে মৌখিক ভাবে জানিয়েছেন  মাত্র দুই তিন দিনের দোকান ঘর অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ি রুহুল আমীন, ঔষধ ব্যবসায়ি সুমন, মুদির দোকান ব্যবসায়ি মানিক চন্দ্র সেন, মো: আশরাফুল হক, মাজেদুল হক, অবঃ সহকারী অধ্যাপক মোঃ ইউসুফ আলী প্রমূখ।উল্লেখ্য ইতিপূর্বে এলাকায় কোটি টাকা ব্যয় করে একটি মহিলা মার্কেট নির্মাণ করা হলেও তা বর্তমানে পরিত্যক্ত রয়েছে। স্থানীয় একাধিক মানুষের সাথে কথা বলে জানা গেছে, সরকারের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করে এসব মার্কেট নির্মান করা হয় কিন্তু নির্মাণের পরিকল্পনা প্রণয়নের সময় সংশ্লিষ্ট বাজার সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত গ্রহণ করা হয়না।রামনাথ বাজারে কাঁচামাল ও মাছ বিক্রেতাদের জন্য শেড থাকার পরেও এখানে বিনা প্রয়োজনে একটি মার্কেট নির্মাণের উদ্যোগ রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও নয়ছয় করার জন্য করা হচ্ছে। ব্যবসায়ীরা অবিলম্বে মার্কেট নির্মানের এই কার্যক্রম বন্ধ না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করার অংগীকার ব্যক্ত করেছেন।

Leave a Reply