
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি :- “সবার উপরে মানুষ সত্য,তার উপরে নেই। জাতি, ধর্ম কিংবা গোত্রে কোনো ভেদাভেদই গণতন্ত্রে স্থান পায় না”—এ মন্তব্য করেছেন বিএনপির পাবনা-০৫ আসনের এমপি মনোনীত পদপ্রার্থী ও মানবিক রাজনীতির প্রবক্তা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টে পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতুর নেতৃত্বে পাবনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মতবিনিময় কালে শিমুল বিশ্বাস বলেন, “এদেশের পাহাড়-সমতলের সবাই আমরা ভাই ভাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান—সবাই আমরা সমান মানুষ। সবার উন্নয়ন ও সম্প্রীতির জন্য এক সঙ্গে কাজ করাই আমার রাজনীতির লক্ষ্য।” তিনি দেশপ্রেমিক ও মানবিক সকল উদ্যোগে সনাতন সম্প্রদায়ের পাশে সব সময় থাকার আশ্বাস দেন।
হিন্দু ছাত্র মহাজোটের পাবনা জেলার সভাপতি শুভ মজুমদার বলেন, শিমুল বিশ্বাস আন্তরিকতার সঙ্গে তাদের কথা শুনেছেন এবং নিরাপত্তা ও সহাবস্থানের বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, “স্বাধীন বাংলাদেশে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানই আমাদের প্রত্যাশা। পাবনার উন্নয়নে আমরা তার সাথে থেকে এক সঙ্গে কাজ করতে প্রস্তুত।”
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর সরকার জিতু বলেন, শিমুল বিশ্বাস মেহনতি ও সাধারণ মানুষের জননেতা। পাবনার সার্বিক উন্নয়ন ও সম্প্রীতির রাজনীতিতে সনাতন ছাত্র-যুব সমাজকে সঙ্গে নিয়ে তারা, তার পাশে থাকবেন।
২৮ ডিসেম্বর রবিবার সকাল ৮ টায় শামছুর রহমান শিমুল বিশ্বাসের নিজ বাসভবনে পুর্ব নির্ধারিত আলাপচারিতায় এসব মূল্যবান কথাগুলো হয়। এসময় সনাতন ধর্মাবলম্বী ছাত্ররা শিমুল বিশ্বাস কে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী নৃসিংহ দেব বিগ্রহ মন্দির এর সভাপতি সঞ্জয় বসাক, মানিক ঘোষ, ইন্দ্রনীল সরকার, রাজধীস ভট্টাচার্য, কোমল বসাক, সুজন রায়, অলোক বসাক, সঞ্জয় সাহা, রতন সরকার, প্রশান্ত দাস, মনা বসাক, রনি রায়, অরুপ সরকার, মিঠু কর্মকার, সুজয় কর্মকার, সুজন নন্দী, সঞ্জয় রায়, উজ্জল সাহা, সাধন পাল, পার্থ চক্রবর্তী, অর্পণ বসাক, পিয়ন সরকার, আবির ভৌমিক, চন্দন চক্রবর্তী। মতবিনিময় সভায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।



