শিরোনাম
শহীদ জিয়া স্মৃতি সংসদ, কুমিল্লা জেলা আহ্ববায়ক কমিটি গঠন দেবীদ্বারে সিপিবির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ: দেশে কার্যকর সরকার আছে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- পরেশ সভাপতি-আক্তার, সাধারণ সম্পাদক-জামাল, সাংগঠনিক সম্পাদক-আবু বকর দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন হাতিয়ায় যুবদল নেতা বেলাল হোসেন সুমনের নেতৃত্বে পণ্য পাচার চক্র সক্রিয়, দর্শকের ভূমিকায় প্রশাসন ভেদাভেদ নয় বাংলাদেশের গণতন্ত্রে-এ্যাডঃ শিমুল বিশ্বাস তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ উঠেছে দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না: উপদেষ্টা আদিলুর নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর তারেক রহমানের

হাতিয়ায় যুবদল নেতা বেলাল হোসেন সুমনের নেতৃত্বে পণ্য পাচার চক্র সক্রিয়, দর্শকের ভূমিকায় প্রশাসন

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- নোয়াখালীর দ্বীপ অঞ্চল হাতিয়ায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমান সিমেন্ট, কোমলপানীয় মিয়ানমারের পাচারকালে যুবদল নেতা বেলাল হোসেন সুমনসহ ৭ জনকে আটক করে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পাচারকৃত মালামাল উদ্ধার করেছে। এসময় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের অপরাধে ৭ জনের নামে মামলা রুজু হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২২/১১/২০২৫ ইং তারিখে নোয়াখালীর হাতিয়া উপজেলার ২নং চানন্দি ইউনিয়নের কালাবাহাদুর বাজার এলাকায় দুষ্কৃতকারীরা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে মাছ ধরার ট্রলারে করে পাচার করা হবে।

সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ২১/১১/২০২৫ ইং তারিখ আনুমানিক ৪.০০ ঘটিকার সময় অভিযান চালিয়ে বিপুল পরিমান সিমেন্ট ও কোমলপানীয় উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে সিমেন্ট ৭০০ বস্তা। (প্রতি বস্তা ৫০ কেজি) যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৯৯ হাজার টাকা। কোমলপানীয় রয়েছে ৪০০ ক্যারেট। যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা।
অভিযানের সময় পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের কাজে ব্যবহারিত ফিশিং বোটের ইঞ্জিনের গতি বৃদ্ধি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় হাতিয়ার জাগলারচর ও ঢালচর বিআইডব্লিউটিসির পন্টুনের কাছাকাছি এসে বোটটি ডুবিয়ে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কোস্ট গার্ড তাদের ধাওয়া করলে তারা আসামীগন (১) মালান মেম্বার (৪০), (২) এনায়েত উল্লাহ (৪০), (৩) যুবদল নেতা বেলাল হোসেন সুমন (৪৫) সহ আরো অজ্ঞাত ১২ জন পালিয়ে যায়।

মামলায় আটককৃত আসামীরা হলো, মোঃ হান্নান (৪৫), পিতা- মৃত হারুন উর রশিদ, মাতা- কুলসুমা খাতুন, সাং- চর হাসান হোসাইন, ০৯ নং ওয়ার্ড, আলেকজেন্ডার পৌরসভা, থানা- রামগতি, জেলা- লক্ষ্মীপুর, ০২। মোঃ ইকবাল (১৯), পিতা- মোঃ মামুনুর রশিদ, মাতা- বিবি খালেদা, সাং- চর রশিদ, ০৩ নং ওয়ার্ড, ০১ চরজব্বর ইউপি, থানা- চরজব্বর, জেলা- নোয়াখালী, ০৩। মোঃ রাশেদুল হক (৫৫), পিতা- মৃত হারুনুর রশিদ, মাতা- মৃত খায়রুন নেছা, সাং- পূর্ব চর বাটা, ০৫ নং ওয়ার্ড, ০৭ নং আনসার মিয়ার হাট ইউপি, থানা- চরজব্বর, জেলা- নোয়াখালী, ০৪। মোঃ আইয়ুর আলী (৩৮), পিতা- আব্দুল মালেক, মাতা- বিবি আয়েশা, সাং- চর আব্দুল্লাহ, ০৪ নং ওয়ার্ড, আলেকজেন্ডার পৌরসভা, বর্তমান ঠিকানা- সাং- চরগোসাই, ০২ নং ওয়ার্ড,
চররমিজ ইউপি, থানা- রামগতি, জেলা- লক্ষ্মীপুর।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে চোরা চালান কর্মকান্ডের সত্যতা নিশ্চিত করে বিজ্ঞ আদালতে।

উক্ত মামলার বাদী মোঃ বাবুল আকতার, বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হাতিয়া, নোয়াখালী গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, মামলার ঘটনাস্থল হাতিয়া উপজেলা ০২ নং চানন্দি ইউনিয়নের কালাবাহাদুর বাজারস্থ এলাকা কতিপয় দুষ্কৃতিকারী লোজন সরকারি শুল্ক ফাকি দিয়ে অবৈধভাবে ফিশিং বোটে করে মিয়ানমারের উদ্দেশ্যে সিমেন্ট ও কোমল পানীয় (টাইগার) সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালান ও কালোবাজারী করে স্থানান্তর করার চেষ্টা চালাচ্ছে।

কোস্ট গার্ডের একটি টিম সরেজমিনে গিয়ে দেখতে পাই আসামীগণ অবৈধভাবে ফিশিং বোটে করে মিয়ানমারে উদ্দেশ্যে লোড করা হয়েছে।

আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং ঘটনার সত্যতা স্বীকার করে।

প্রাথমিক তদন্তে আসামীগণের বিরুদ্ধে ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়া যাই।
স্থানীয় সূত্রে জানা যায়, যুবদল নেতা বেলাল হোসেন সুমন বিভিন্ন চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পণ্য সামগ্রি পাচারসহ নানা অপরাধের সাথে জড়িত রয়েছে।

২৪ এর ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন মেম্বার, আ,লীগ পুর্নবাসন, মামলা বাণিজ্য, খাস জমি দখল, সালিশের নামে সংখ্যালঘু পরিবারের জমি দখল, আ,লীগ নেতার ব্যবসায় অংশীদার, সুবর্ণচর শ্রমিক সংগঠন নিয়ন্ত্রণ, অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণ, ডায়াগস্টিক সেন্টার পদ ভাগিয়ে নেওয়ারও অভিযোগ পাওয়া গিয়েছে।

সরকারি নানা প্রকল্পের অর্থ আত্নসাৎ করায় একাধিকবার সংবাদে শিরোনামে এসেছেন এ যুবদল নেতা বেলাল হোসেন সুমন । তার নানা অপকর্মের কারণে দল থেকে তাকে বহিষ্কার ও করেছে। কিন্তুু বহিষ্কার হওয়ার পর দলের স্বীদ্ধান্ত কে সম্মান না দেখিয়ে সব ক্ষেত্রে ছিলো তার আধিপত্য।

নোয়াখালী- ৪ (সদর-সুবর্ণচর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহান প্যানেলের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত সুমন। তার এসব অপকর্মে দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে দেখেনি সচেতন নাগরিক সমাজ সাবেক এই এমপির পক্ষে। যার ফলে তার বেপরোয়া কর্মকান্ডে বিএনপির প্রতি ক্ষোভ বাড়ছে ভোটারদের মনে।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে কেন্দ্রীয় যুবদল।

অপরদিকে বেলাল হোসেন সুমন এমপি শাহজানের আস্থাভাজন হলেও তার সহধর্মিণী পুরো জামায়তের ইসলামীর পক্ষে ভোটের মাঠের সরব উপস্থিতি জানান দিচ্ছেন উঠান বৈঠক, প্রচারণা, লিফলেট বিতরনে। গোপনসূত্রে জানা গেছে, জামায়তের কার্যক্রমে অর্থও জোগান দিচ্ছেন সহধর্মিণীর কর্মকান্ডে সুমন। এক সাথে দুই নৌকাতে পা দিয়ে মাঠে কাঁপাচ্ছে যুবদল নেতা সুমন।

মামলার আসামী মাহে আলম মেম্বারের অপরাধনামাঃ

সুবর্ণচর উপজেলা ৩নং চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর সাবেক ইউপি সদস্য মাহে আলম মেম্বার। আ,লীগ এমপি একরামুল করিম চৌধুরীর আস্থাভাজন হিসেবে ক্ষমতাবলে দুই হাতে কামিয়েছেন টাকা। ৫ আগস্টের পর আ,লীগের পতনের পর ফের নিজের অবস্থান জানান দেন মাহে আলম সুমনের ছত্রছায়াতে। অভিযোগ রয়েছে চট্রগ্রাম শহরে বসে সমুদ্রে পথে চোরাইকৃত পণ্যের ব্যবসায়ীক অংশিদার করে নিয়েছেন সুমনকে ফ্যাসিস্ট এ দোসর। যার ফলে সাত খুন মাফ তার। দেদারসে চালিয়ে যাচ্ছে নদী পথে তার অপরাধ সম্রাজ্য।

মামলার বিষয়ে প্রকাশ্যে আসামীদের গ্রেফতার না করে ঘুরাঘুরি করতে দেখা যাচ্ছে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেন, অপরাধের সাথে যারাই জড়িত থাকুক না কেন সবার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply