শিরোনাম
রংপুরে বাবাকে কুপিয়ে হত্যা, থানায় ছেলের আত্মসমর্পণ শহীদ জিয়া স্মৃতি সংসদ, কুমিল্লা জেলা আহ্ববায়ক কমিটি গঠন দেবীদ্বারে সিপিবির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ: দেশে কার্যকর সরকার আছে কি না- তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে- পরেশ সভাপতি-আক্তার, সাধারণ সম্পাদক-জামাল, সাংগঠনিক সম্পাদক-আবু বকর দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন হাতিয়ায় যুবদল নেতা বেলাল হোসেন সুমনের নেতৃত্বে পণ্য পাচার চক্র সক্রিয়, দর্শকের ভূমিকায় প্রশাসন ভেদাভেদ নয় বাংলাদেশের গণতন্ত্রে-এ্যাডঃ শিমুল বিশ্বাস তীব্র শীতে কাঁপছে কুড়িগ্রাম ময়মনসিংহে ওয়ার্ড আ. লীগের সাঃ সম্পাদকের নেতৃত্বে ফসলী জমি দখলের অভিযোগ উঠেছে দেশপ্রেমিক কোনো মানুষই নির্বাচন বর্জন করবে না: উপদেষ্টা আদিলুর নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম

রংপুরে বাবাকে কুপিয়ে হত্যা, থানায় ছেলের আত্মসমর্পণ

Chif Editor

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুরের মমিনপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় নিজের ছেলের হাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। আজ সোমবার দুপুর আনুমানিক ১টা ০০ মিনিটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরল (৫০)। তিনি মহেশপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে ও বাবার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নুরল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত ছেলে নিজেই রংপুর কোতয়ালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply