
অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। সূর্যের দেখা মিলছে দেরিতে, ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকরা। কাজের অভাবে অনেকেই ঘরে বসে থাকতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে।
ঘন কুয়াশার কারণে উপজেলার বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। সকালবেলা দৃশ্যমানতা কম থাকায় ছোট-বড় সড়কে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। স্কুলগামী শিক্ষার্থীরাও ভোগান্তির শিকার হচ্ছে।
এদিকে শীতের কারণে কৃষিখাতেও প্রভাব পড়ছে। কৃষকরা জানান, কুয়াশা ও অতিরিক্ত ঠান্ডায় শীতকালীন সবজি ও বোরো বীজতলার ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের জন্য এখনো পর্যাপ্ত শীতবস্ত্র পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে। দ্রুত সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং কুয়াশা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, এ বছরে শীতের শুরুতেই আমি ১৭০০ কম্বল পেয়েছি বিভিন্ন জায়গায় আমরা কম্বল বিতরণ করেছি।



