কুমিল্লা জেলা প্রতিনিধি :- কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় ঢুকে পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। এ ঘটনায় জড়িত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত যুবক বাহাদুর হোসেন বাদল (১৯) থানা সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম।
চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে আগে থেকেই গরু নিয়ে প্রবেশে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করে।
এ সময় চৌদ্দগ্রাম থানার পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম অভিযুক্ত বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারও নিষেধ করে। এতে বাদল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দা দিয়ে শরিফুলের শরীরে আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয়। এতে গুরুতর আহত হয় পুলিশ সদস্য শরিফুল। পরে পুলিশ সদস্যরা এসে বাদলকে আটক করে থানার ভেতরে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, বাদল গত কয়েক বছর ধরে থানা এলাকায় গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে কোনো তোয়াক্কা করেনি। মঙ্গলবার বিকেলে গরু নিয়ে মূল গেট দিয়ে বের হওয়ার সময় পুলিশ সদস্য শরিফুল তাকে নিষেধ করে। এ সময় সে ক্ষিপ্ত হয়ে শরিফুলকে দা দিয়ে কুপিয়ে আঘাত করে। পরে পুলিশ সদস্যরা ঘাতক বাদলকে আটক করে। পুলিশের ওপর হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে বাদলকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.