
মীর্জা গোলাম আহাদ, কুমিল্লা প্রতিনিধি :- দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তিতে আবেগ, কৃতজ্ঞতা আর সম্মানে ভরে উঠেছিল কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ প্রাঙ্গণ। কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর উদ্যোগে অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও হৃদয়স্পর্শী পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল হোসেন। বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, প্রিয় সহকর্মী, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও সম্মানিত এলাকাবাসীর অকৃত্রিম ভালোবাসা ও সম্মান তাঁর জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
বিদায় সংবর্ধনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবু তাহের, অধ্যক্ষ মফিজুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক ডা. শামীমা বেগম, ব্রাহ্মণপাড়া নাগাইশ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ এম এ হান্নান, পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ ভুইয়া, নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মামুন মিয়া মজুমদার, ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পিজিউল আলম, ছয়গ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, বাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামশেদুল আলম এবং বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টারসহ আরও অনেকে।
কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মিলনায়তন পরিণত হয় এক আবেগময় মিলনমেলায়। বক্তারা তাঁদের বক্তব্যে অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলামের নেতৃত্বে কলেজটির সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানটিকে সরকারি কলেজে রূপান্তরের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে তুলে ধরেন।
বিদায়ী অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, কর্মজীবনে অর্জিত যে-কোনো সাফল্যের পেছনে সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা রয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে সন্তুষ্টচিত্তে কর্মজীবন শেষ করতে পারায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সকলের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানান।
অনুষ্ঠানজুড়ে ছিল স্মৃতিচারণ, ভালোবাসা আর চোখের কোণে জমে ওঠা অশ্রু। শিক্ষা ও মানবিক মূল্যবোধে উজ্জ্বল এক অধ্যায়ের সমাপ্তিতে কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ যেন গর্বের সঙ্গে বিদায় জানাল তাদের প্রিয় অধ্যক্ষকে।



