নওগাঁ প্রতিনিধি :- নওগাঁ জেলার অন্যতম গুরুত্বপূর্ণ বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খল ট্রাফিক পরিস্থিতি নিরসনে সরেজমিনে উপস্থিত হয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
শনিবার ( ১ জানুয়ারি) সন্ধ্যায় বাস টার্মিনাল এলাকা পরিদর্শনকালে পুলিশ সুপার যানজট সৃষ্টির কারণগুলো সরাসরি পর্যবেক্ষণ করেন এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বল দিকগুলো চিহ্নিত করেন। এ সময় তিনি বিআরটিসিসহ বিভিন্ন বাস স্ট্যান্ডের ম্যানেজার, যাত্রী সাধারণ এবং সিএনজি ও মোটর শ্রমিকদের সঙ্গে কথা বলেন।
আলোচনায় উঠে আসে, অবৈধ পার্কিং, যত্রতত্র গাড়ি দাঁড় করানো এবং শৃঙ্খলার অভাবই মূলত যানজটের প্রধান কারণ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার বাস টার্মিনাল এলাকায় শৃঙ্খলা বজায় রাখার ওপর জোর দেন এবং সিএনজি ও অন্যান্য ছোট যানবাহন সড়কের এক পাশে সারিবদ্ধভাবে রাখার জন্য স্পষ্ট নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মোটর শ্রমিকদের নিয়ম মেনে চলার আহ্বান জানান এবং যাত্রী ওঠানামার ক্ষেত্রে নির্ধারিত স্থান ব্যবহারের নির্দেশ দেন।
এ সময় বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকার সড়কে অবৈধভাবে পার্কিং করা যানবাহন অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত যাত্রী ও সাধারণ জনগণ পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে স্থায়ীভাবে যানজট কমবে এবং যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হবে।
পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জেলা ট্রাফিক বিভাগকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেন। একই সঙ্গে যানজট নিরসন ও উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে শ্রমিক, চালক ও যাত্রীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.