শিরোনাম
ছাত্রলীগের কমিটিতে নাম থাকায় জুলাই আন্দোলনকারী আটক, পরে মুক্তি দুবাই থেকে ফোনে চাঁদা দাবি, আমলে না নেওয়ায় শিল্পপতির বাসায় মাস্ক পরে গুলিবর্ষণ চট্টগ্রামে ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার নওগাঁয় ট্রাফিক পুলিশ দেখে পালানোর চেষ্টা, গাঁজাসহ যুবক আটক কুমিল্লায় প্রথম দিনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল রংপুর ৩ সদর, রংপুর ৪ পীরগাছা-কাউনিয়া ১৪ প্রার্থী বৈধ সাংবাদিক মওদুদ”কে হয়রানীর বিরুদ্ধে স্যার গ্রুপের অপ-কর্মকাণ্ডের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও আইনজীবীর লিগ্যাল নোটিশ ময়মনসিংহে তর্কের ঘটনায় ব্যবসায়ী আনোয়ারকে রক্তাক্ত জখম করে দোকানে তালা! নওগাঁয় নতুন বছরের প্রথম দিনে সাংবাদিকদের বৃক্ষরোপন নওগাঁ বালুডাঙ্গা বাস টার্মিনালে যানজট নিরসনে সরেজমিনে পুলিশ সুপার

সাংবাদিক মওদুদ”কে হয়রানীর বিরুদ্ধে স্যার গ্রুপের অপ-কর্মকাণ্ডের বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও আইনজীবীর লিগ্যাল নোটিশ

Chif Editor

নিজস্ব প্রতিবেদক :- কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাকে হয়রানীর বিরুদ্ধে ভয়ংকর স্যার গ্রুপের বেআইনী কর্মকাণ্ড, চাঁদা দাবি, মিথ্যা মামলা দিয়ে হয়রানী, মানহানীকর অপপ্রচার, পরিবার পরিজনকে হত্যার চেষ্টা সহ অপরাধজনক মৃত্যুর ভিতি প্রদশনের বিষয়ে নিন্দা জানিয়ে অবিলম্বে সকল কুচক্র মহলকে আইনের আওতাধীন এনে শাস্তি প্রধানের দাবি জানিয়েছেন কুমিল্লা জেলার সকল মানবাধিকারের বিভিন্ন সংগঠন”সহ সাংবাদিকগণ।

সাংবাদিক মওদুদ আব্দুল্লাকে হয়রানীর বিরুদ্ধে ভয়ংকর স্যার গ্রুপের বেআইনী কর্মকাণ্ড, চাঁদা দাবি, মিথ্যা মামলা দিয়ে হয়রানী, মানহানীকর অপপ্রচার, পরিবার পরিজনকে হত্যার চেষ্টা সহ অপরাধজনক মৃত্যুর ভিতি প্রদশন, জিয়ার মামলা প্রত্যাহারের জন্য চাপ[ প্রয়োগ থেকে বিরত থাকার জন্য গণবিজ্ঞপ্তি দিয়েছেন কুমিল্লা জজ কোটের বিজ্ঞ আইনজীবী মোঃ সেলিম মিয়াহ।

আইনজীবী মোঃ সেলিম মিয়াহ তার নোটিশে উল্লেখ্য করেন যে সরকার বাংলাদেশ সরকার পরিচালিত সরকার/রাষ্ট্র পরিচালিত মামলা জিআর-৮৫০/২৪ ইং মামলার বিগত ১৮/১২/২৫ ইং তারিখে বিজ্ঞ ০১ নং আমলী, আদালতের আদেশের (উজ-১৯৮৪/২৫,তাং- ২১/১২/২৫ ও উজ-৮৩৬/২৫,তাং ১৩/০৫/২৫) প্রেক্ষিতে দেশের স্বার্থে তথ্য অপব্যাখ্যমূলক/অপ-প্রচারমূলক বিবৃতি প্রদান করে ক্ষতিসাধন সুনিশ্চিতকল্পে সন্ত্রাসী কার্যকলাপ/গুজবকারী/কুচক্রীয় সঙ্গীয়, গুপ্তচর সোর্স কেন্দ্রীক ব্যক্তি বিশেষদের দ্বারা প্রাণনাশ থেকে শুরু করে সার্বিক সকল ধরনের অপূরণীয় ক্ষয়ক্ষতি, বে-আইনী ও আইন বিরোধী সকল ধরনের অপরাধমূলক চক্রান্তে শোষণমূলক আইন বিরোধী ও সকল ধরনের বে-আইনী ও অসৎ কার্যক্রম বন্ধ প্রসঙ্গে সরকার পরিচালিত জিআর মামলা সমূহ এজাহারভুক্ত আসামী ১। আরাফাত (৪৪), ২। মতিন (৪৬),৩। ফয়সাল (৩৮),৪। মহিউদ্দিন (৩৮),৫। তারেক (৪২), ৬। মতিন(৩৮), ৭)আল আমিন (৩৫), ৮)সোনিয়া (৩২), সহ ৫-৬ জন আসামীদের সহযোগিতা কারী অজ্ঞাত নামা আসামী নারী পুরুষ বিভিন্ন পরিচয় প্রদান কারী কু- চক্রীয় মহল সহ একাধিক মামলার আসামী।

এজাহারে বর্ণিত অজ্ঞাতনামা আসামীসহ উক্ত আসামীদের প্রতি সহযোগিতাকারী ও অপরাধ কার্যক্রমের ইন্ধনদাতা ও বে-আইনী কার্যক্রম পরিচালনাকারী সকল প্রকার ষড়যন্ত্রে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মেনে অপরাধ বন্ধকরণসহ সকল প্রকার সংঘটিত অপরাধের প্রতিবাদ জানিয়ে চূড়ান্ত লিগ্যাল নোটিশ:
বিগত ০৭/১২/২৫ ইং তারিখে ০৫টি স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত আইনগত গণবিজ্ঞপ্তি জারি করার পরও অপরাধীদের অপরাধ কর্মকাণ্ড- বন্ধ না হওয়ার প্রেক্ষিতে, বিগত ১৮/১২/২৫ইং তারিখে জিআর-৮৫০/২৪ ইং মামলায় বিজ্ঞ ০১ নং আমলী আদালতে শুনানী অন্তে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক সকল জনসাধারণ ও সংশ্লিষ্ট অপরাধীদেরকে সতর্কতা করার নিমিত্ত্বে সরকার পক্ষে সংবাদ দাতা মওদুদ আব্দুলাহ”র ক্ষমতা প্রাপ্ত হয়ে অত্র গণবিজ্ঞপ্তি প্রচার করেন।

কুমিল্লা মহানগরীর পুরাতন চে․ধুরী পাড়া, ইসলামপুর সড়ক (পশ্চিম), বাসার নাম- আলোছায়া (২য় তলার ২য় ভবন), কুমিল্লা প্রধান ডাকঘর, পোষ্ট কোড-৩৫০০, কুমিল্লা আদর্শ সদর, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা, পেশা- জাতীয় ও অনলাইন পত্রিকার সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষানবিশ আইনজীবী, মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন ফার্মের এর একক স্বত্বাধিকারী, মওদুদ আব্দুল্লাহ বিগত ১৮/১২/২৫ইং তারিখে রাষ্ট্র বা সরকার পরিচালিত কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এজাহারে ৮ জনকে আসামী করে আরও বেপরোয়া সন্ত্রাসীসহ ৫-৬ জন অজ্ঞাতনামা আসামী জিআর-৮৫০/২৪ ইং, ধারা- ১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৩৮৫/৫০৬(২) দ- বিধি,১৮৬০} মামলায় বিজ্ঞ ০১ নং আমলী আদালতে সংযুক্ত ০১। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ১ম আইনগত গণবিজ্ঞপ্তির পেপার কাটিং, ২। জিআর ৮১২/২৫ ইং, মামলার রেফারেন্স (ধারা-৩৯২/৩৪ দ- বিধি,১৮৬০), ও সি.আর-৩৬/২৪ইং (দ্রুত বিচার আইনের ৪/৫ ধারা), ০৩। কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দায়রকৃত বিভিন্ন জিডি এর কপি, ০৪। হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে প্রদানকৃত চাঁদা দাবী ও জান মালের হুমকির ¯স্ক্রিনশট, ০৫) দস্যুতার মামলায় শারীরিক আঘাত প্রাপ্ত হইয়া চিকিৎসা নেওয়ার মেডিক্যাল রিপোর্ট”সহ শুনানী অন্তে বিজ্ঞ আদালতে নজরে সক্ষম হয়েছেন যে, মওদুদ আব্দুল্লাহ কর্তৃক দায়েরকৃত বিভিন্ন আমলযোগ্য মামলা ও জিডি এর অজ্ঞাত ও সংশ্লিষ্ট অপরাধীরা রাষ্ট্র পরিচালিত মামলার গতিবিধি পরিবর্তন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন এবং প্রতিনিয়ত জান ও মালের ক্ষতিসাধনের হুমকি ধমকি দিয়ে আসছে। তৎপ্রেক্ষিতে বিজ্ঞ ০১ নং আমলী আদালত কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত আসামীদের গ্রেফতার পূর্বক তদন্ত প্রতিবেদন প্রেরণ করার আদেশ প্রদান করেন। যাহার স্মারক নং ডিআর-১৯৮৪/২৫,তাং২১/১২/২৫ইং।

Leave a Reply