একজন পুলিশ কর্মকর্তা জানান, সকাল সাতটার দিকে মাইক্রোবাসে মাস্ক পরা আট সদস্যের সন্ত্রাসী দল মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বাড়ির ফটকে ও পেছনের অংশে গুলি লেগেছে।
অনলাইন ডেস্ক :- নগরের এক শিল্পপতির বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণ করেছে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা। পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, বিদেশে বসে চাঁদাবাজ চক্র ভয় দেখাতেই এমনটি ঘটিয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুজিবুর রহমানের বাসভবনে এ গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় শিল্পপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ২০২৪ সালের নির্বাচনে বাঁশখালী আসনে স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যরা বাসায় ছিলেন। তবে তাঁরা নিরাপদে আছেন।
একজন পুলিশ কর্মকর্তা জানান, সকাল সাতটার দিকে মাইক্রোবাসে মাস্ক পরা আট সদস্যের সন্ত্রাসী দল মুজিবুর রহমানের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। বাড়ির ফটকে ও পেছনের অংশে গুলি লেগেছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.