নওগাঁ প্রতিনিধি :- নওগাঁয় মাদকবিরোধী অভিযানে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে ও নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে নওগাঁ সদর উপজেলার চক রামচন্দ্র গ্রামে দুই ভাই মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই করে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানকালে চক রামচন্দ্র গ্রামের বাসিন্দা মামুন (৩৯), পিতা সায়বুলের হেফাজত থেকে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময় তার আপন ভাই মাজদুল (৩৯), পিতা সায়বুলের কাছ থেকে আরও ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার ৬০ বোতলে সংরক্ষিত মোট ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদক কারবারিদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিত ও কঠোরভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি মাদকবিরোধী কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.