
বিশাল রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধি :- গতকাল ৩ জানুয়ারী ঠাকুরগাঁও জার্নালিষ্ট ক্লাবের সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত কাউন্সিলারদের রায়ে মানবজমিনের ষ্টাফ রিপোর্টার মো: রেজাউল করিম সভাপতি, কালবেলার জেলা প্রতিনিধি রবিউল এহসান রিপন সাধারন সম্পাদক ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এমএ সামাদ কে সাংগাঠনিক সম্পাদক করে ১৫ সদন্যের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। জেলা শহরের লা রোজা রেষ্টুরেন্টের হলরুমে কমিটি ঘোষনা করেন অন্তবর্তী কমিটির আহবায়ক বিশাল রহমান। এ সময় কমিটির সদস্য মোজাহারুল ইসলাম বাদল, আজম রেহমান, মোবারক আলী সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন গণমাধ্যমের ৩৩ জন সদস্য উপস্থিত ছিলেন।
পরে নতুন কমিটির নেতা-কর্মীরা শহরের প্রবীন মরহুম সাংবাদিক শাহিন ফেরদৌস এর কবর জেয়ারত দোয়া-খায়েরের মাধ্যমে নতুন করে তাদের কার্যক্রমের শুভ সুচনা করেন। একমাস আগে পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে বিশাল রহমানকে আহবায়ক, আজম রেহমান, বাদল হোসেন ও মোবারক আলী,আল মামুন জীবন ও ইব্রাহিম আলীকে সদস্য করে ৫ সদস্যেরে অন্তবর্তী কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটি শনিবার আয়োজিত সাধারন সভার মাধ্যমে নতুন কমিটির ঘোষনা দেন। নতুন কমিটির সদস্যগণ প্রয়াত সাংবাদিক শাহীন ফেরদৌসের কবর জিয়ারত করে তাদের কার্যক্রম শুরু করেন।



