শিরোনাম
পাবনায় সাংবাদিক নেতা গ্রেফতার- মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা সমর্থকদের হট্টগোল উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেপ্তার রোল ২২ থেকে হলো ২ নিজের সাফল্য দেখে যেতে পারলো না শিশু আয়েশা নির্বাচন করতে আর্থিক সহযোগিতা চাইলেন ফুয়াদ জামায়াতের সঙ্গে জোটের কারণ জানাল এনসিপি টাকা ছিনিয়ে নিতে হত্যা করা হয় খোকন দাসকে: র‍্যাব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আরব আমিরাতের শীর্ষ নেতৃবৃন্দের শোক তিনবারের এমপি সালেক চৌধুরীকে বহিষ্কার করলো বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের আশ্বাস তারেক রহমানের

পুলিশি কাজে বাধার অভিযোগে হবিগঞ্জ জেলা সমন্বয়ক মাহদী গ্রেফতার

Chif Editor

হবিগঞ্জ প্রতিনিধি :- হবিগঞ্জ জেলার সমন্বয়ক মাহদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার। তিনি জানান, পুলিশি দায়িত্ব পালনে বাধা প্রদান করায় মাহদীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। গ্রেফতারের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল মাহদীকে আদালতে প্রেরণ করা হবে।

এদিকে মাহদীকে থানা থেকে নিয়ে যাওয়ার সময় বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী হবিগঞ্জ সদর থানা ঘেরাও করেন। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Leave a Reply