
হবিগঞ্জ প্রতিনিধি :- হবিগঞ্জ জেলার সমন্বয়ক মাহদীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ডিউটি অফিসার। তিনি জানান, পুলিশি দায়িত্ব পালনে বাধা প্রদান করায় মাহদীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। গ্রেফতারের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল মাহদীকে আদালতে প্রেরণ করা হবে।
এদিকে মাহদীকে থানা থেকে নিয়ে যাওয়ার সময় বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকজন নেতা-কর্মী হবিগঞ্জ সদর থানা ঘেরাও করেন। পরিস্থিতি উত্তেজনাকর হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থান নেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।



