
মোহাম্মদ ইকবাল হোসেন, স্টাফ রিপোর্টার :- কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল আবদুল আজিজ ফাউন্ডেশন প্রকল্পের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী এডভোকেট ফজলুল হক কর্তৃক গরীর, অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়। শনিবার ৩রা জানুয়ারী সকাল ১০ টায় হাজী আবদুল আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠান, চানবানু বিবি ও হাজী আবদুল আজিজ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স মাঠে প্রথমে এবং পরে নিজ বাড়ির আঙ্গিনায় উক্ত শীতবস্ত্র বিতরন করা হয়।মাদ্রাসা ও এতিম খানার গরীব ছাত্র ও এলাকার দুঃস্থ অসহায় নারী ও পুরুষের মধ্যে দুই শতাধিক কম্বল ও শীতবস্ত্র বিতরন করা হয়।
কম্বল বিতরন কালে উপস্থিত ছিলেন, চানবাণু বিবি ও হাজী আবদুল আজিজ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার ও এতিমখানার সভাপতি হাজী আয়েত আলী, ও সাধারন সম্পাদক হাজী আবদুল কুদ্দুস ও মাওলানা হাফেজ হারুনুর রশিদসহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ । মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কম্বল বিতরণ করতে গিয়ে সংবাদ পত্রের প্রতিনিধির মাধ্যমে জানান, উক্ত প্রকল্ক ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী এডভোকেট ফজলুর রহমান দীর্ঘদিন সুদূর আমেরিকা প্রবাসে থেকেও এলাকার উন্নয়নে ও গরীর অসহায় মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে ব্যাপক ভাবে ভূমিকা পালন করে থাকেন। তারা প্রতিষ্ঠাতা ফজলুর রহমানের নেক হায়াত দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন।



