নওগাঁ প্রতিনিধি :- নওগাঁর বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে যাত্রীবেশে ইজি বাইক ভাড়া নিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় তিনজন মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ব্যাটারি চালিত অটো চার্জার (ইজি বাইক) উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত ০২ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৮টার দিকে ইজি বাইক চালক মোঃ শফিকুল ইসলাম (২৮) নওগাঁ সদর থানাধীন বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে ভাড়ার উদ্দেশ্যে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি ব্যাগ ও বস্তাসহ পত্নীতলা থানাধীন মধইল এলাকায় যাওয়ার কথা বলে ইজি বাইক ভাড়া নেয়।
রাস্তার মধ্যে পত্নীতলা থানাধীন বেলঘরিয়া মোড়ের পশ্চিম পাশে পাকা সড়কে পৌঁছালে হঠাৎ করে যাত্রীবেশে থাকা ডাকাত চক্রের সদস্যরা ইজি বাইক চালককে মারধর করে রাস্তার নিচে ফেলে দেয়। পরে মশারির রশি দিয়ে তার হাত-পা বেঁধে এবং তোয়ালে দিয়ে মুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে একটি ব্যাটারি চালিত অটো চার্জার (ইজি বাইক), যার চেসিস নম্বর YDKD21091918 এবং আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা, পাশাপাশি একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী ইজি বাইক চালক মোঃ শফিকুল ইসলাম বাদী হয়ে পত্নীতলা থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত আসামি গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারের নির্দেশনা প্রদান করেন। তাঁর প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে একটি চৌকস ও দক্ষ পুলিশ টিম গঠন করে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ০৩ জানুয়ারি ২০২৬ খ্রি. পোরশা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত তিনজন মূল আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ইজি বাইকটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে নওগাঁ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.