শিরোনাম
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার পাকিস্তান ও চীনের পরবর্তী সরকার এসে শাহজালালের থার্ড টার্মিনাল চালু করবে: বিমান উপদেষ্টা সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি, ইনশাআল্লাহ সে দ্রুত প্রতিকার পাবে: আসিফ নজরুল দেশে দুদফায় ভূমিকম্প, ৪৮ ঘণ্টার মধ্যে ফের বিপদের শঙ্কা পাবনায় সাংবাদিক নেতা গ্রেফতার- মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা সমর্থকদের হট্টগোল উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেপ্তার রোল ২২ থেকে হলো ২ নিজের সাফল্য দেখে যেতে পারলো না শিশু আয়েশা নির্বাচন করতে আর্থিক সহযোগিতা চাইলেন ফুয়াদ জামায়াতের সঙ্গে জোটের কারণ জানাল এনসিপি

আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে মানবতা বিক্রি- খুচরা না দিলে থেরাপি বন্ধ, পার্কিংয়ে ঘণ্টাভিত্তিক লুট!

Mehraz Rabbi

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর নামকরা আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনরা পড়ছেন অমানবিক ভোগান্তিতে। সেবার নামে চলছে খুচরা টাকার জুলুম আর ঘণ্টাভিত্তিক পার্কিং বাণিজ্য।

 

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে রেডিওথেরাপি নিতে আসা ক্যান্সার রোগী সারজিস আখন (ছদ্মনাম) কাউন্টারে গিয়ে শুনলেন,১৬০ টাকা ভাংতি না দিলে রিসিট কাটা হবে না। সকাল ১০টা ২০ মিনিটে থেরাপির সময় থাকলেও খুচরা না থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয়। ২৫টি থেরাপির জন্য ১৫% ছাড় পাওয়া রোগীদের ক্ষেত্রে নাকি খুচরা বাধ্যতামূলক,এমনই অমানবিক শর্ত। ফলে সিরিয়াল থাকা সত্ত্বেও থেরাপি পিছিয়ে যায়।বাইরে তথ্য ডেস্কে আরও ভয়ংকর অভিযোগ,জরুরি বিভাগে ভর্তি রোগীর স্বজন আব্দুল জব্বার সিকদারের কাছ থেকে মোটরসাইকেল পার্কিং বাবদ ১২ ঘণ্টায় ১২০ টাকা আদায়। এখানে মোটরসাইকেলে ঘণ্টায় ১০ টাকা, প্রাইভেট কার/মাইক্রোতে ঘণ্টায় ৫০ টাকা,নির্ধারিত “রেট”। প্রশ্ন উঠছে, চিকিৎসা নিতে এসে রোগীরাই কেন পার্কিং ভাড়া দেবেন? তাহলে সার্ভিস চার্জ কিসের?

৪ জানুয়ারি সরেজমিনে প্রতিবেদক নিজেও একই ভোগান্তির শিকার হন,তিন ঘণ্টা অপেক্ষা শেষে ৩০ টাকা পার্কিং ফি গুনতে হয়।

তথ্য ডেস্কে জানতে চাইলে দায় এড়াতে অন্য হাসপাতালের উদাহরণ টানা হয়। প্রশাসনের কেউই সেদিন উপস্থিত ছিলেন না। শেষে রেডিওথেরাপি বিভাগের প্রধান ডা. জাহাঙ্গীর আলম স্বীকার করেন,রোগীদের জন্য পার্কিং ফ্রি হওয়া উচিত, খুচরা টাকার দায়ও হাসপাতাল প্রশাসনের। অভিযোগ বইতে লিখলে বোর্ড মিটিংয়ে তোলা হবে,এই আশ্বাসই মিলেছে।

 

রোগী ও স্বজনদের স্পষ্ট দাবি,রোগীর পরিচয়পত্র যাচাই করে পার্কিং সম্পূর্ণ ফ্রি করতে হবে।খুচরা টাকার অজুহাতে চিকিৎসা আটকে দেওয়া বন্ধ করতে হবে।

 

মানবিকতা ছাড়া ক্যান্সার চিকিৎসা নয়,এ সত্যটা হাসপাতাল প্রশাসনকে বুঝতে হবে।

Leave a Reply