নওগাঁ প্রতিনিধি :- নওগাঁ জেলার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আলতাদিঘি শুধু কিংবদন্তির গল্পেই নয়, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের জন্যও বিশেষভাবে পরিচিত। জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত আলতাদিঘি জাতীয় উদ্যান ঘিরে রয়েছে প্রায় ৪৩ একর আয়তনের সুবিশাল দিঘি ও বিস্তৃত বনভূমি, যার উত্তর পাড় ঘেঁষেই ভারতের সীমান্ত।
জনশ্রুতি অনুযায়ী, বরেন্দ্র অঞ্চলে একসময় ভয়াবহ খরার সময় প্রজাদের পানীয় জলের সংকট নিরসনে জগদল বিহারের রাজা রামপাল ও সদর পালের শাসনামলে রাজমাতার ইচ্ছায় এই বিশাল দিঘি খনন করা হয়। লোককথা থেকে জানা যায়, রাজমাতার হাঁটার দূরত্ব অনুযায়ী দিঘি খননের সময় শেষ প্রান্তে তাঁর পায়ে আলতা ছিটিয়ে হাঁটা থামানো হয়। সেই আলতা থেকেই দিঘিটির নামকরণ হয় ‘আলতাদিঘি’।
আলতাদিঘি জাতীয় উদ্যানে মেছোবাঘ, গন্ধগোকুল, শিয়াল, অজগর, বানরসহ নানা প্রজাতির বন্যপ্রাণীর বসবাস রয়েছে। এছাড়া অসংখ্য পাখি, পোকামাকড় ও জীববৈচিত্র্যের সমৃদ্ধ আবাসস্থল হিসেবে পরিচিত এই উদ্যান। বিশেষ আকর্ষণ শালগাছকে ঘিরে গড়ে ওঠা উঁইপোকার ঢিবি।
গতকাল রাতে জেলার পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ধামইরহাট উপজেলার ভারত সীমান্তবর্তী আলতাদিঘি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের অংশ হিসেবে কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি আলতাদিঘি ও পার্শ্ববর্তী এলাকা ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার জানান, সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতেই এই রাত্রীকালীন পরিদর্শন। সময় ও সুযোগ পেলে পর্যটকদের নওগাঁ জেলার এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গতকাল ছিল পূর্ণিমা। চাঁদের জোছনায় বন বিভাগের ওয়াচ টাওয়ার থেকে আলতাদিঘির অপরূপ সৌন্দর্য ভিন্ন মাত্রা যোগ করে
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.