অনলাইন ডেস্ক :- মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে মধ্যরাতে পরপর দুদফায় ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল। আজ সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। এর কিছু সময় পর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পটি আবার ঘটে সিলেট অঞ্চলে।
এদিন সকালে সকাল ৬টায় কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এ বিষয়ে ফেসবুকে পোস্ট করে জানান যে, আজ ভোরে বাংলাদেশ এবং ভারতের আসাম রাজ্যে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি ছিল ৫.২ মাত্রার এবং ৩০ সেকেন্ড পর, দ্বিতীয় ভূমিকম্পটি ৫.৪ মাত্রায় আসে, যার উৎপত্তি ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির কাছে মরিগাও এলাকায়।
এছাড়াও আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে সংঘটিত হয় এবং দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থলও একই গভীরে ছিল।
মোস্তফা কামাল পলাশ তার পোস্টে উল্লেখ করেন, যেহেতু দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪, যা মধ্যম মানের ভূমিকম্প হিসেবে বিবেচিত, তাই আগামী ৪৮ ঘণ্টায় আফটারশক ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই আফটারশক বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের উত্তর ও পূর্বাংশের কোনো ফল্টে হতে পারে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.