শিরোনাম
লালমনিরহাট হাতিবান্ধা সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ কুমিল্লায় সাংবাদিক মওদুদ”কে হামলা ও হয়রানীর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা “একজন ফেলানী খাতুন ও একটি মানচিত্র” বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তে রাষ্ট্রীয় সহিংসতার দীর্ঘ ছায়া আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা জাকির গ্রেপ্তার নওগাঁয় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া কুড়িগ্রাম সীমান্তে ফেলানী হত্যার ১৫ বছর আজ বিচারের অপেক্ষায় পিতা-মাতা এএসপির বিরুদ্ধে ‘মারধরের’ অভিযোগ: নেপথ্যে বাসে টিকিট জালিয়াতি ও যাত্রী হয়রানি নওগাঁয় বিএনপির দুই নেতাকে সাময়িক বহিষ্কার ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ: আসিফ নজরুল এনসিপিকে ১০ আসন ছাড়ার প্রসঙ্গে এবার মুখ খুললো জামায়াতে ইসলামী

বছরজুড়ে বরিশালের আলোচিত যত ঘটনা

Chif Editor

অনলাইন ডেস্ক :- বরিশালের বিভিন্ন বিষয় ২০২৫ সালে আলোচনা-সমালোচনা সৃষ্টি করে। বছরের ওই গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কখনও গণমাধ্যমে আবার কখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে।

স্বাস্থ্যখাত সংস্কার ও ‘বরিশাল ব্লকেড’

আগস্ট ২০২৫-এ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালকে কেন্দ্র করে শুরু হয় ‘স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন’। শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা তিন দফা দাবিতে ১০ আগস্ট থেকে ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচি পালন শুরু করেন।

আন্দোলনের একপর্যায়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পদচারণা বৃদ্ধি পায় বরিশালে; পরবর্তীতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হলে, পরিস্থিতি যদিও কিছুটা ভিন্ন হয়। গ্রেপ্তার হয় আন্দোলনকারী নেতারা; এদিকে আন্দোলনের ফলে হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে প্রশাসনিক ও কাঠামোগত রদবদলও আনা হয়।ডেঙ্গুর প্রকোপ

চলতি বছরে বরিশাল জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, এক বছরে বরিশাল জেলার ডেঙ্গু আক্রান্ত হয় ১ হাজার ৯১৮ জনের বেশি এবং বিভাগে এ আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৮১৯ জন।

আর বিভাগে মোট ৫১ জন মৃতের মধ্যে শুধু বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জনের মৃত্যু হয়েছে।সড়ক দুর্ঘটনা

ঘন ঘন সড়ক দুর্ঘটনার কারণে বছরজুড়েই আলোচনায় ছিল ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক। বছরের শুরুতে ১৭ জানুয়ারি বাকেরগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সেনাসদস্যের স্ত্রী নিহত হন। এরপর ধারাবাহিক দুর্ঘটনার ১১ মার্চ গৌরনদীতে বাসের ধাক্কায় ভ্যান উল্টে চালকসহ দুইজন নিহত, ১২ মে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই ঠিকাদারের নিহত হওয়া, ২৬ জুন উজিরপুরের বামরাইলে বেদে সম্প্রদায়ের ট্রাক উল্টে দুইজন নিহত ও ২১ জন নিহত হওয়ার ঘটনাও ঘটে এবং ৩০ জুন দুটি ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনা বেশ আলোচিত ছিল বরিশাল জুড়ে।

ছাত্রদল নেতা রবিউল ইসলাম হত্যাকাণ্ডহত্যাকাণ্ডের শিকার রবিউল ইসলাম মূলত ছাত্রদলের নেতা ছিলেন (বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি)। ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে আনন্দ মিছিলে মিষ্টি বিতরণ নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনাটি স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

‘মাদকাসক্ত’ একমাত্র ছেলেকে পিটিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ মা-বাবার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ওই যুবকের মা-বাবা থানায় এসে আত্মসমর্পণ করেন।

২৯ জুলাই বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান গাজী (২০) বাকেরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকার বাসিন্দা জাফর গাজী (৪৮) ও নাজমা বেগম (৪০) দম্পতির একমাত্র ছেলে। খোঁজ নিয়ে জানা যায়, জাফর ও নাজমার দুই মেয়ে, এক ছেলে। মেয়েদের বিয়ে হয়েছে। ছেলে হাসান অনেক দিন ধরেই মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য মা–বাবাকে প্রায়ই মারধর করতেন হাসান।গোমা সেতুতে স্প্যান বসানো

দীর্ঘদিন বন্ধ থাকা বরিশালের বাকেরগঞ্জের রাঙামাটি নদীর গোমা সেতুতে নভেম্বর মাসে স্প্যান বসানোর ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করে। কারণ স্প্যান বসানোর মধ্য দিয়ে এ সেতুর সর্বশেষ কাজের সমাপ্তি ঘটিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করার উদ্যোগ গ্রহণ করে সরকার।

বিপিএল ২০২৫: ফরচুন বরিশালের জয়জয়কার!

ক্রীড়াঙ্গনে ২০২৫ সাল ছিল বরিশালের জন্য শ্রেষ্ঠত্বের বছর। ৭ ফেব্রুয়ারি ২০২৫-এ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএল শিরোপা জেতে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে এই জয় বরিশালবাসীকে উল্লাসে ভাসায়। তবে ২০২৬ সালের আসরে ফ্র্যাঞ্চাইজিটির অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও প্রস্তুতির অভাব নিয়ে সামাজিক মাধ্যমে যে আলোচনা চলছে, তা ক্রীড়াপ্রেমীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে।

নিজ এলাকায় এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ লাঞ্ছিত

৭ ডিসেম্বর বরিশালের বাবুগঞ্জে এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিত ও হামলার চেষ্টা করা হয়। এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল ও জাতীয় সংবাদে গুরুত্ব পায়।

আদালতের ফটকের সামনে সাংবাদিকের ওপর হামলা, মোটরসাইকেলে অগ্নিসংযোগ

২৭ মার্চ বরিশালে আদালতের প্রধান ফটকের সামনে সংবাদ সংগ্রহকালে ছাত্রদল সমর্থিত কয়েকজনের হামলার শিকার হন এন আমিন রাসেল নামের এক সংবাদকর্মী। এসময় তার মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। যা সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয়।

পরিবহন শ্রমিক ও শিক্ষার্থী সংঘর্ষ

ভাড়া নিয়ে দ্বন্দ্বে ১৫ নভেম্বর পরিবহন শ্রমিক ও সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করে দেশজুড়ে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয় এবং প্রচুর বাস ভাঙচুর করার পাশাপাশি, বাস টার্মিনাল জুড়ে তাণ্ডব চালানোর মতো ঘটনা ঘটে, যা নিয়ে শিক্ষার্থীরা পরবর্তীতে পরিবহন ভাড়ার মূল্য নিয়ে আন্দোলন চালায়। আর বাস ভাঙচুরের দোহাই দিয়ে বাস চলাচল বন্ধ রাখে পরিবহন মালিকরা। এই সংঘর্ষে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয় বলে দাবি করেন শ্রমিক ইউনিয়নের সংগঠনগুলো।

বাকসু নিয়ে বিরোধ

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা পৃথকভাবে আন্দোলনে নামে। তবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের নাম বাকসু নির্ধারণ করা হলে বিএম কলেজের শিক্ষার্থীরা তাতে প্রতিবাদ জানায়। কারণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কয়েক দশক আগে থেকে বিএম কলেজ ছাত্র সংসদের নাম বাকসু রাখা হয়। এ নিয়ে বাকযুদ্ধ শুরু হলে গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও উত্তাপ ছড়ায়। যদিও এর মাঝেই বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ভোটের মাধ্যমে ছাত্রদলের নেতৃত্ব নির্ধারণের বিষয়টি বেশ পজেটিভ আলোড়ন সৃষ্টি করে রাজনৈতিক অঙ্গনে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আয়োজিত অনুষ্ঠান শিক্ষার্থীরাই বন্ধ করে

ফেব্রুয়ারি মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে চারুকলা সংসদের (ববিচাস) আয়োজিত কনসার্ট একদল শিক্ষার্থীর বাধার মুখে পণ্ড হয়ে যায়। ঘটনার দিন গভীর রাতে শিক্ষার্থীরা পড়ালেখায় বিঘ্ন ঘটার অভিযোগে সেটি বন্ধ করে দেওয়া হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ডিসেম্বর মাসে ঘটাতে গেলে সেটির প্রতিবাদ জানায় ছাত্রদলের নেতাকর্মীরা।

হানি ট্র্যাপ বা প্রেম ফাঁদ চক্র

বছরের শেষে এসে নারীসহ একাধিক হানি ট্র্যাপ চক্রের সদস্য গ্রেপ্তার হওয়ার ঘটনা ঘটে। এছাড়া কোতোয়ালি মডেল থানার ওসি পরিবর্তনের পর নগরের আবাসিক হোটেলগুলোতে পতিতাবৃত্তি বন্ধে পুলিশের অভিযান বেশ আলোড়ন সৃষ্টি করে নগরজুড়ে।

অস্ত্র মহড়া ও যৌথ বাহিনীর অভিযান

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বরিশাল নগরীর খালেদাবাদ রিফিউজি কলোনি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রকাশ্যে পিস্তল নিয়ে মহড়া ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে, পুলিশ ও যৌথ বাহিনী শহরের কলোনিগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে এবং কয়েকজনকে অস্ত্রসহ আটক করে। এটি নগরবাসীর নিরাপত্তাহীনতার উদ্বেগ বাড়িয়ে দেয়।
বরিশালে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা ও ইতিহাসে রেকর্ড শীত!

বর্ষা মৌসুমে বরিশাল শহরে সামান্য ভারী বৃষ্টিপাতে শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। বিশেষ করে বটতলা, বগুড়া রোডসহ কেন্দ্রীয় সড়কগুলোতে বৃষ্টি থামার পরেও পানি নেমে যাওয়া হয়নি। ফলে যানজট, যাত্রীদের ভোগান্তি ও পথচারীদের চলাচলে অসুবিধা দেখা দেয়।

ভ্যাকসিন সংকট

বছরের শেষে এসে কুকুর, বিড়ালের কামড়ে আহত হওয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও, জরুরি র‌্যাবিশ ভ্যাকসিনের সরবরাহের সংকট দেখা দেয় সরকারি হাসপাতালগুলোতে। এমনকি সংকট দেখিয়ে বাহিরেও বেশি দামে বিক্রির অভিযোগ ওঠে ফার্মেসিগুলোর বিরুদ্ধে।

এদিকে বছরের শেষের দিকে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ, শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা যেমন রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও শোকের আবহ সৃষ্টি করে। তেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরা, বরিশালের চরমোনাইয়ে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও এনসিপি নেতাদের সাক্ষ্যাত করাসহ আসন্ন জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও আলোচনার সৃষ্টি করে।

এছাড়াও ২০২৫ সালে বরিশালে আলোচনায় বিভিন্ন ইস্যুতে আন্দোলন, সংঘর্ষ, খুন, সড়ক দুর্ঘটনা, নানাবিধ অপরাধ, রাজনৈতিক অস্থিরতা ছিল আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে।

Leave a Reply