সাজ্জাদুল হাসনাত ইমন, ফটিকছড়ি প্রতিনিধি :- ফটিকছড়িতে অবৈধভাবে মাটি কর্তন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন এলাকায় অনুমতি ছাড়াই মাটি কর্তন করে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মো: কামাল (৪৪) নামের এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৭৫ হাজার টাকা (পঁচাত্তর হাজার) অর্থদণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম। অভিযানে ভুজপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কর্তনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.