স্টাফ রিপোর্টার :- কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় রাতের আধারে পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা সুজানগর ১৭ নং ওয়ার্ডের সুন্নিয়া জামে মসজিদ সংলগ্ন পশ্চিম পাশের একটি পুকুর ভরাট না করার জন্য এলাকাবাসী ও ওয়ারিশগণ পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জোনে আবেদন জানিয়েছেন।
এলাকাবাসী অভিযোগ করেছেন, পুকুরটি ভরাট করা হলে পরিবেশগত ও সামাজিকভাবে বড় ক্ষতি হবে, তারা উল্লেখ করেছেন, এটি বিগত ১০০ বছর ধরে স্থানীয় জনগণ ও সমাজের প্রয়োজনে ওযু, গোসল ও নানাবিধ কাজে ব্যবহার করে আসছে। একজন প্রভাবশালী ব্যক্তি এই পুকুর ভরাটের চেষ্টা করছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে স্থানীয় মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ আবুল কালাম আজাদ রাতের আধারে পুকুরের খতিয়ান নাম্বার: ২৪, বি, এস; দাগ ৪০৭, মৌজা-সোজাগঞ্জ; জে. এল নং ১৫৯ এ ভরাট করে ফেলছে। এলাকাবাসী পরিবেশ কর্তৃপক্ষের কাছে একটি লিখিত আবেদন জানিয়ে বলেছেন, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক যাতে পুকুরটি ভরাট হতে না পারে। এছাড়াও জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন যেন দ্রুত ব্যবস্থা নেয়।যেন স্থানীয় পরিবেশ ও জনস্বার্থ রক্ষা পায়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.