শিরোনাম
২৯৫ ওষুধের দাম নির্ধারণ-সাধারণ মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত, ডা. জাফরুল্লাহর স্বপ্নপূরণ! আওয়ামী মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ির রাস্তা নিমার্ণের কাজে স্থানীয়দের বাধা এলাকা ছাড়া দুই সাংবাদিক হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর কেন্দ্রীয় সরকারের দমন পীড়ন ও তথ্য চুরির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহা মিছিল প্রশ্নপত্রের ফটোকপিসহ গ্রেফতারে স্বেচ্ছাসেবক নেতা মিনারুল বহিষ্কার কুমিল্লা বিভিন্ন মামলায় ১৪শ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার রাণীশংকৈলে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মনজুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল নয়, আপাতত স্থগিত—গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বেগম খালেদা জিয়ার দেওয়া গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে: আমীর খসরু রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫টি আপিল

আওয়ামী মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়ির রাস্তা নিমার্ণের কাজে স্থানীয়দের বাধা এলাকা ছাড়া দুই সাংবাদিক

Chif Editor

সিনিয়র রিপোর্টার, জুয়েল খন্দকার :- (সিরিজ রিপোর্ট-০২)- কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারার ভূলইন উত্তর ইউনিয়নের ০৪নং ওয়ার্ড মেম্বার আওয়ামী-লীগের দোসর হাবিবুর রহমান বার বার অশালীন আচরণ ও গালাগাল নিয়ে বিতর্কিত হচ্ছেন। যখন তখন যাকে তাকে চাঁদাবাজ ও সন্ত্রাসী আখ্যা দিয়ে যাচ্ছেন, লাগামহীন ভাবে। তার সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার ও চাঁদা দাবিতে এলাকা ছাড়া দুই সাংবাদিক, স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, গত কয়েকদিন আগে হলদিয়া গ্রামের আবুল মিয়ার দোকান সংলগ্ন পুকুরের সাইট ওয়াল নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়। জানা যায় যে, হলদিয়া গ্রামের প্রধান সড়কের রাস্তার কাজ না করে লালমাই উপজেলার আওয়ামীলীগের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ও তার স্বামী লালমাই উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনি”র বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা থাকা সত্বেও অদৃশ্য শক্তি হিসেবে আওয়ামী-লীগ এর দোসর হাবিবুর রহমান মেম্বার ও এমরান হোসেন চেয়ারম্যান আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছেন ও তাদের বাড়ি ঘর রক্ষা করাসহ ব্যাবসাবাণিজ্য রক্ষা করার ঠিকাদারি নিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

আরও জানা যায় আওয়ামীলীগের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তারের বাড়ির মূল রাস্তা পাকা থাকা সত্ত্বেও পিছনের রাস্তা পাকা করা গুরুত্ব দিয়ে আওয়ামী-লীগ এর দোসর হাবিবুর রহমান মেম্বার ও এমরান হোসেন চেয়ারম্যান চার পাঁচটি পরিবারের রাস্তা প্রয়োজন বলে আবেদন করলে লালমাই উপজেলা ইউএনও পিআরও ফান্ড থেকে দুই লক্ষ টাকা বরাদ্দ দেন -বলে জানান ইউএনও উম্মে তাহমিনা মিতু। ইউএনও”র কাছে বরাদ্দের বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি জানান ও স্থানীয় লোকজনের পক্ষ হয়ে, স্থানীয় দুই সাংবাদিক তার কাছেসহ লালমাই থানায় দুইটি অভিযোগ দায়ের করেছেন। উক্ত বিষয় লালমাই থানাকে বিষয়টি আমলে নিয়ে দেখার জন্য লিখিত ভাবে বলা হয়েছে। এ বিষয় লালমাই থানার অফিসার ইনচার্জ নূরু জ্জামান জানান, দুইটি অভিযোগ পাওয়া গেছে। উক্ত বিষয়য় একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, সমাধানের জন্য বলে তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, প্রধান সড়কের রাস্তাটির বেহাল দশা। এই রাস্তায় রিকশা চলা থাক দূরের কথা এ রাস্তায় হেটে চলাও অনুপযোগী হয়ে পড়েছে। ইউএনও, চেয়ারম্যান ও মেম্বার”রা আওয়ামীলীগ পুনর্বাসন করা সহ তাদের বাড়িঘর তো রক্ষা করছেন, আবার তাদের বাড়ির যাতায়াত সুবিধাও করে দিচ্ছেন।
উক্ত রাস্তাটি প্রায় ০৪ হাজার বর্গ ফুট, দুই লক্ষ টাকা বরাদ্ধ দিয়েছেন রাস্তাটি নির্মানের জন্য। কিন্তু দুই লক্ষ টাকায় রাস্তার কাজ হওয়ার কথা নয়। শুধু মাত্র পুকুরের ও্যাল নিমার্ণেই প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয়ে যাবে, বাকি টাকা আওয়ামীলীগের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তারের স্বামী- আবু তাহের রনি দেবেন বলে জানা যায়। তার এই আয়ের উৎস কি? আর বাংলাদেশ সরকারের ঘরে কি অর্থনৈতিক ঠাডা পরেছে, যে রাস্তা নির্মাণ করতে হবে পাবলিকের কাছে থেকে টাকা নিয়ে, সরকারের এ বিষয়ে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রধান সড়কের কাজ না করে আওয়ামী চার পাঁচ পরিবারকে রাস্তা করে সুবিধা দেওয়ার কারণ জানতে স্থানীয়দের মাঝে হড্ডোগোল সৃষ্টি হলে মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তারের স্বামী- আবু তাহের রনি, মেম্বার হাবীবুর রহমানকে সাথে নিয়ে দা ও রড নিয়ে এলাকায় মহরা দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। উক্ত বিষয়ে জানতে নারী সাংবাদিক রুবি ও প্রবাসী সাংবাদিক জহির সহ কয়েকজন সাংবাদিক বাগমারা বাজারে হাবীবুর রহমান মেম্বারকে পেয়ে জিজ্ঞাসা করলে সে সাংবাদিক সহ স্থানীয়দেরকে অকাক্ট্য ভাষায় গালিগালাজ করেন। উক্ত গালিগালাজ এর বিষয়ে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হলে হাবীবুর রহমান মেম্বার কথিত মিডিয়া লালমাই সংবাদ ও রুহুল আমিন নামক ভুয়া ফেইসবুক আইডি ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

স্থানীয়রা জানান, হাবীবুর রহমান মেম্বার মিথ্যা ও ভিক্তিহীন তথ্য অপপ্রচার করছেন সাংবাদিকদের বিরুদ্ধে। আওয়ামীলীগের দোসর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ও স্বামী আবু তাহের রনি”র বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা থাকা সত্ত্বেও কি ভাবে ইউএনও অফিস সহ থানায় ঘুরে বেড়ান। এদেরকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতাধীন আনার দাবি সহ হাবিবুর রহমান মেম্বারকে অপসারনে দাবি জানিয়েছেন স্থানীরা। এছাড়াও স্থানীয় সাংবাদিক রুবি ও প্রবাসী সাংবাদিক জহির এলাকা ছাড়া, তারা জানান যে হাবীবুর রহমান মেম্বার তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার করে যাচ্ছেন ও হত্যার উদ্ধেশ্যে মেম্বার ও রনির দলবল নিয়ে ঘুরছেন। এলাকায় থাকতে হলে মেম্বারসহ আবু তাহের রনিকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে নয়তো এলাকায় থাকতে দেবেন না। দু”সাংবাদিক প্রাণের ভয়ে পাল্লিয়ে বেড়াচ্ছেন বলে জানা যায়। আবু তাহের রনির সাংবাদিকদেরকে হুমকিধমকি নতুন কিছু নয় ইতিপূর্বেও যুগান্তরের সাংবাদিক আবুল কালাম আজাদকেও পা কেটে ফেলার হুমকিধমকির অডিও রেকর্ড ভাইরাল হওয়ার রেকর্ড আমাদের হাতে এসে পৌঁছেছে।

Leave a Reply