
সিনিয়র রিপোর্টার :- কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ৪ নং সুবিল ইউনিয়ন এর সাবেক ইউপি সদস্য মোঃ হোসেন মেম্বারের অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমির টপ সয়েল কাটার দায়ে অভিযানে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই সঙ্গে অবৈধ ড্রেজারটি ভেঙে দেওয়া হয়েছে। শনিবার (১১ জানুয়ারি ২০২৬) উপজেলার ৪নং সুবিল ইউনিয়নের জুলুস ফকিরের বাড়ির পাশ্ববর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো. মাছুম (২৮), পিতা—জজু মিয়া, সাং—বুডিরপাড়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়। অভিযানে দেখা যায়, অবৈধ ড্রেজার ব্যবহার করে কৃষিজমির উর্বর টপ সয়েল কেটে নেওয়া হচ্ছিল, যা পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। অভিযানটি পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন।
তিনি জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটা বন্ধে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।



