
নিজস্ব প্রতিবেদক :- মানিকগঞ্জের ঘিওর উপজেলা বানিয়াজুরি বা রা ঠা উত্তরণ সংঘের খেলার মাঠে স্বপ্নসিড়ি শিক্ষালয় এর বার্ষিক ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু প্রসেনজিৎত ঘোষ।
প্রধান অতিথি ছিলেন বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এস আর আনসারী (বিল্টু), উদ্বোধক সুমন মিয়া প্রপাইটর মেসার্স ইসলামিয়া পেপার ট্রেডিং ঢাকা, এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ তানভীর আহমেদ -চেয়ারম্যান আর এস প্রিন্টিং এন্ড প্যাকেজিং ঢাকা, মোঃ ইসহাক মিয়া প্রোপাইটর মেসার্স ইসলামিয়া পেপার ট্রেডিং ঢাকা, জনাব মোঃ রেজাউল করিম বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মহসিন খান হীরা সাংবাদিক মাই টিভি ঘিওর প্রতিনিধি, মোঃ সুজন আহমেদ সভাপতি বানিয়াজুরী ইউনিয়ন যুবদল, মোঃ ফিরোজ চৌধুরী সাবেক সাংগঠনিক সম্পাদক বা রা ঠা উত্তরন সংঘ, মোঃ জিবন আহমেদ ফারুক সাংবাদিক বিশিষ্ট শিক্ষানুরাগী ও চলচিত্র অভিনেতা প্রমুখ।


