
নিজস্ব প্রতিবেদক :- সম্মিলিত সাংবাদিক পরিষদের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পাঞ্জলি অর্পণ ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।
পুষ্পাঞ্জলি অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক মজনু, নির্বাহী সদস্য মোহাম্মদ জামাল হোসেন, সবুজ বেপারী, মোহাম্মদ কামরুল ইসলাম, আব্দু্ল্লাহ আল নোমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা। এ সময় নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতা ও গণতন্ত্রের এক অবিস্মরণীয় নেতা। দেশের স্বাধীনতা-উত্তর পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত করতে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একইভাবে বেগম খালেদা জিয়া গণতন্ত্র, আইনের শাসন ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কমিউনিকেশন অব বাংলাদেশ (কব) এর চেয়ারম্যান ও সম্মিলিত সাংবাদিক পরিষদের সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সাংবাদিক সমাজের স্বাধীন কণ্ঠস্বরকে সবসময় সম্মান করেছেন। তাঁদের আদর্শ ও দর্শন আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।
সাংবাদিকদের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তাঁদের অবদান কখনো বিস্মৃত হওয়ার নয়।” তিনি আরও বলেন, সম্মিলিত সাংবাদিক পরিষদ ভবিষ্যতেও মুক্ত গণমাধ্যম, সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠায় কাজ করে যাবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।


