কুমিল্লা, প্রতিনিধি :- কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিখোঁজের ১২ দিন পর এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের খোষঘর এলাকার হিরাপুর কবরস্থানের পাশের বুড়ি নদী মোহনা খালের কচুরিপানার নিচ থেকে লাশটি উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। নিহত আলাউদ্দিন (৩৫) দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের হোসেনপুর গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে। তিনি পেশায় একজন দরিদ্র অটোচালক ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি সন্ধ্যায় আলাউদ্দিন ফুলতলী গ্রামের এক মেকারের কাছে তার অটোরিকশা মেরামত করাতে যান। রাত আনুমানিক ৮টার দিকে তিনি মেকারকে জানান, বাকি কাজ পরদিন করাবেন এবং যাত্রী নিয়ে ভাড়ায় বের হবেন। এরপর থেকে অটোরিকশাসহ তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় দেবিদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিখোঁজের ১২ দিন পর প্রিয়জনের মরদেহ ফিরে পেয়ে পরিবার-পরিজন ভেঙে পড়েছেন। স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে হৃদয়বিদারক। বাবাকে হারিয়ে সন্তানের আহাজারিতে উপস্থিত অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। নিহতের স্ত্রী রাজিয়া আক্তার বলেন, “আমি তিনটা ছোট বাচ্চা আর বয়স্ক শ্বশুর-শাশুড়ী নিয়ে কোথায় দাঁড়াব? আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে?”
বাঙ্গরা বাজার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা খাল থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে মর্গে পাঠানো হয়েছে। যেহেতু নিখোঁজের ঘটনায় দেবিদ্বার থানায় জিডি করা হয়েছিল, সেখানেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
Copyright © 2026 দেশপত্র. All rights reserved.