শিরোনাম
মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লার বুড়িচং প্রতিনিধি মিঠাপুকুরে গ্রামীণ কাঁচা রাস্তা গিলে খাচ্ছে ফারুকের ইটভাটা জনদুর্ভোগে লোহনীবাসী রংপুরে কারাগারে থাকা বিষাক্ত মদ বিক্রেতার মৃত্যু সিদ্ধান্ত হবে হ্যাঁ ও না ভোটে বৈষম্যহীন বাংলাদেশ রংপুরে আলী রীয়াজ ১২ বছর বয়সী ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, অতঃপর… নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ২ যশোরে ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক আমিরাতে রাজকীয় ক্ষমা পেলেন ৪৪০ বাংলাদেশি বন্দি কলেজছাত্র মাসুম হত্যা মামলায় হাসিনা–কাদের–কামালসহ ২১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ‘ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞ’

১২ বছর বয়সী ছাত্রীকে নিয়ে পালালো প্রধান শিক্ষক, অতঃপর…

Chif Editor

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাহমুদুল হাসান (৩৫) নামের এক শিক্ষকের বিরুদ্ধে ১২ বছর বয়সী সাবেক ছাত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসার প্রধান কর্মরত ছিলেন। এ ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তিরা ওই মাদরাসায় আগুন ধরিয়ে দেয়।

পরে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার চরজব্বর ইউনিয়নের উত্তর চর হাসান গ্রামের সৈয়দ মুন্সি বাড়ির মাদরাসায় অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রধান শিক্ষক ফিরোজপুর জেলার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী ছাত্রী ওই মাদরাসার সাবেক শিক্ষার্থী। বর্তমানে সে সদর উপজেলার নুরু পাটোয়ারীহাট মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সৈয়দ মুন্সি বাড়ি মাদরাসায় পড়াশোনার সময় প্রধান শিক্ষক মাহমুদুল হাসানের সঙ্গে ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। গত ৭ জানুয়ারি তিনি ছাত্রীকে নিয়ে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

চরজব্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু কাউছার জানান, ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযুক্ত শিক্ষকের মাদরাসায় তালা ঝুলিয়ে দেন। এতে প্রায় এক সপ্তাহ ধরে মাদরাসাটি বন্ধ ছিল। মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিরা মাদরাসায় আগুন ধরিয়ে দেয়।

এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ছাত্রীকে নিয়ে পালানোর ঘটনায় ভুক্তভোগী পরিবার সুধারাম থানায় একটি লিখিত অভিযোগ করেছে।

তিনি আরও বলেন, মাদরাসায় অগ্নিসংযোগের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের হেফাজতে রয়েছে।

Leave a Reply