মোহাম্মদ ইকবাল হোসেন, কুমিল্লার বুড়িচং প্রতিনিধি :- কুমিল্লার বুড়িচংয়ে চাঞ্চল্যকর অন্তঃসত্ত্বা মহিলা ফাহিমা আক্তার (২৫)গত ১১ জানুয়ারী রবিবার দুপুর ২টার সময় পারিবারিক তুচ্ছ ঘটনায় খুন হয়। উক্ত ঘটনায় ১২ জানুয়ারী ১৫ জনকে আসামী করে আসমা আক্তার বাদী হয়ে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমানের দক্ষতায় একজন মহিলাসহ চারজন প্রধান আসামীকে গ্রেপ্তার করে আইনের হাতে সৌপর্দ করতে সক্ষম হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান সাংবাদিককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামিরা ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান-এর নেতৃত্বে বিজিবির সহায়তায় ভারতে পালানোর ঠিক আগ মুহূর্তে আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়। তিনি আরও জানান গ্রেফতারকৃতদের মধ্যে মামলার এজহার নামীর এক দুই ও চার নম্বর আসামী রয়েছে। এদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, মামলার প্রধান আসামীদ্বয় অতিদ্রুত গতিতে গ্রেফতার হওয়ায় এলাকার মানুষ স্বস্তি প্রকাশ করে এবং তদন্ত কর্মকর্তা মিজানুর রহমানের ভূয়সী প্রশংসা করেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৫ দেশপত্র