নিজস্ব প্রতিবেদক :- ময়মনসিংহ প্রেসক্লাব "প্রেসকাব ফর প্রেসম্যান" সংস্কার করার জন্য ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির পক্ষ থেকে বিভিন্ন ন্যায্য দাবি দাওয়া উল্লেখ করে ১৫ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪.১২ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ে সভাপতি, ময়মনসিংহ প্রেসক্লাব ও জেলা প্রশাসক ময়মনসিংহের নিকট আবেদন পত্র হস্তান্তর করা হয়। এসময় তিনি জাতীয় নির্বাচনের পর সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির পক্ষ থেকে এ আবেদনে স্বাক্ষর করেন সদস্য সচিব শিবলী সাদিক খান, মূখ্য সংগঠক জহর লাল দে, মূখ্য সংগঠক আরিফ রেওগীর। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক রোকসানা আক্তার, মোমেনা আক্তার, আজাহারুল ইসলাম প্রমুখ। সাংবাদিকদের পক্ষে অবেদনে উল্লেখ করা হয় যে, ময়মনসিংহে কর্মরত গণমাধ্যম প্রিন্ট, ইলেকট্রনিক্স, অনলাইন মিডিয়া পেশাদার সকল সাংবাদিকদের নিয়ে পেশাজীবি ক্লাব/সংগঠন গড়ে উঠার নিয়ম নীতিমালা থাকলেও ময়মনসিংহে এর ব্যতিক্রম ঘটনার জন্য পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ইতিপূর্বে, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে একাধিক বার দাবী দাওয়া সম্মিলিত আবেদন, স্মারকলিপি দাখিল করা হয়।
এ সংক্রান্তে সাংবাদিকদের বিক্ষোভ, মানববন্ধন এর প্রেক্ষিতে পক্ষদ্বয়ের সমঝোতার প্রয়োজনে আপনার জেলা প্রশাসনের মধ্যস্থতার তৎসময়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা ম্যাডামের অকান্ত পরিশ্রমে চাহিদা মোতাবেক সাংবাদিকদের নামের তালিকা সহ একটি সার্বজনীন গ্রহণযোগ্য প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র দাখিল করা হয়। ময়মনসিংহের কর্মরত পেশাদার সাংবাদিকদের বাতিঘর ক্লাব/প্রতিষ্ঠানে অসাংবাদিকদের সদস্য পদ বাতিলের দাবীসহ সকল যৌক্তিক ন্যায্যতা উল্লেখপূর্বক একাধিক স্মারকলিপি, আবেদন, নিবেদন এর আগেও আপনার দপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে দায়িত্বশীল কর্মকর্তাদের নিকট প্রদান করা হয়েছে। বর্তমান কমিটি বিলুপ্ত করে সংস্কারের প্রয়োজনে পেশাদার সাংবাদিকদের নিয়ে একটি এডহক কমিটি গঠন, গঠনতন্ত্র সংশোধন সংযোজন করে সকল পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে প্রেসম্যান ফর প্রেসক্লাব করাসহ বিভিন্ন দাবীতে ময়মনসিংহে কর্মরত অধিকার বঞ্চিত সাংবাদিকগণ ন্যায্য অধিকার সমূহের মধ্যে ময়মনসিংহ প্রেসক্লাবের গঠনতন্ত্র সংশোধন করে সর্ব গ্রহণযোগ্য সংবিধান ও নীতিমালা তৈরি করার দাবী করা হয়। কোন সরকারী কর্মকর্তাকে ক্ষমতাবলে বা পদাধিকার বলে সভাপতি থাকার সিদ্ধান্ত বাতিল করতে হবে।
সাংবাদিকদের মধ্য সর্বজন গৃহীত নির্বাচিত সাংবাদিকই সভাপতি হতে পারবেন। অসাংবাদিকসহ সাবেক সকল সদস্যপদ বাতিল করে নতুন করে সদস্য সংগ্রহ ও নবায়ন করতে হবে। কোন অসাংবাদিক প্রেসক্লাবের সদস্য হতে পারবেন না। আমাদের দাবী বাস্তবায়নে আপনার সদয় সম্মতি ও উদ্যোগী ভূমিকা প্রত্যাশা করছেন কর্মরত সাংবাদিকবৃন্দ। সাংবাদিকরা লেখনির মাধ্যমে শান্তিপূর্ণ সুষ্ঠু সমধানের লক্ষ্যে- মানববন্ধন, বিক্ষোভ, দফায় দফায় সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে আসলেও প্রতিশ্রুতি আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ রেখে বিভিন্ন অযুহাতে কালক্ষেপন করতে থাকায় ব্যাপক অসন্তোষ, ক্ষোভের সৃষ্টি হয়েছে, এর প্রতিকারের জন্য আপনাকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। "যে কোন পেশাজীবী ক্লাব/সংগঠনে ভিন্ন পেশার কাউকে যেমন রাখার সুযোগ থাকে না, ঠিক তেমনি, সাংবাদিক পেশায় অসাংবাদিক থাকার সুযোগ নাই"।
"প্রেসক্লাব ফর প্রেসম্যান" মূল দাবী বাস্তবায়নে আপনার একাগ্রতা, উদ্যোগী ভূমিকা এই পেশার সকলকে ঐক্যবদ্ধ রাখার প্রয়াস আগামী দিনের সকল প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একটি লাভ জনক প্রতিষ্ঠানের সভাপতির পদ অত্যান্ত লোভনীয় এবং প্রশ্নবিদ্ধ এমন সমালোচনা থেকে আপনাকে দায়মুক্তি নেওয়ার জন্য আমরা আহব্বান জানাচ্ছি। বর্ণিত বিষয়ের গুরুত্ব অনুধাবন করে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার প্রয়োজনে সুষ্ঠু সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক ও সভাপতির সদয় দৃষ্টি ও সম্মতি কামনা করেছেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৫ দেশপত্র