
প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি :- পাবনার ভাঙ্গুড়া উপজেলার বেতুয়ান ও বৃলাহিড়ী গ্রামের শিশু শিক্ষার্থীরা চরম ঝুঁকি নিয়ে লেখাপড়া করছে। বিবি দাখিল মাদরাসার জরাজীর্ণ ও নড়বড়ে একটি টিনের ঘরে দীর্ঘ দিন ধরে চলছে লেখাপড়া। স্থানীয়দের আশঙ্কা,যেকোন সময় ঘরটি ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই মাদরাসাটি ১৯৯৪ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে মাদরাসাটিতে ১৭ জন শিক্ষক ও ৫ জন কর্মচারীর অধীনে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ১৯৯৬ সালে একটি ভবন নির্মাণ করা হলেও শিক্ষার্থীর তুলনায় তা অপ্রতুল। ফলে এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত পুরোনো ও নড়বড়ে টিনের ঘরেই বসতে হচ্ছে ইবতেদায়ী শাখার শিশুদের।
ইবতেদায়ী শিক্ষার্থী রুবাইয়া জানায়, সামান্য বাতাসেই ঘরটি কাঁপতে থাকে। ভাঙা ঘরে ক্লাস করতে আমাদের খুব ভয় লাগে। মনে হয় এই বুঝি মাথার ওপর ঘর ভেঙে পড়বে।
শিক্ষার্থী জাকিরুল ও মেরাজ বলে, টিনের ছিদ্র দিয়ে আকাশ দেখা যায়। বৃষ্টি হলে বই-খাতা সব ভিজে যায়। আমরা একটি নিরাপদ ঘর চাই। মাদরাসাটিতে কেবল শ্রেণি কক্ষ সংকটই নয়,নেই কোন সীমানা প্রাচীর। ফলে মাঠটি গো-চারণভূমিতে পরিণত হয়েছে। স্থানীয়রা ব্যক্তিগত কাজে মাঠ ব্যবহার করায় শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
মাদরাসার সুপার মোঃ শামসুল আলম জানান, টিনের ঘরটি এখন পাঠদানের একেবারেই অনুপযোগী। শিশু শিক্ষার্থীরা সব সময় আতঙ্কে থাকে। তিনি দ্রুত নতুন ভবন নির্মাণের দাবি জানান। ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, বিষয়টি আগে জানা ছিল না।তবে দ্রুতই ঘরটি পরিদর্শন করে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


