
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকায় একটি সেফটিক ট্যাংক থেকে মুখে স্কচটেপ ও হাতে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় নিহা মনি(৬) নামের এক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১২টায় এলাকাবাসী ট্যাংকি থেকে এই শিশুর লাশ উদ্ধার করে। এবং ঘাতক রাসেলকে আটকে গণধোলাই পুলিশের হাতে সোপর্দ করে। নিহত শিশু নিহা-মনি মোচাগড়া গ্রামের সৌদি আরব প্রবাসী শরীফ মিয়ার মেয়ে। ও স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেনির ছাত্রী।
ঘাতক রাসেল(২০) একই গ্রামের রবিউল মিয়ার ছেলে।

নিহত নিহা-মনি’র দাদী পারুল বেগম বলেন আমার নাতনী সহ আশেপাশে কয়েজন মেয়ে মিলে খেলাধুলা করছিলো। সেসময় তাদের আশেপাশে এই রাসেল ঘোরাঘুরি করে। কতক্ষণ পর থেকে আমার নাতনী নিহা মনিকে খুঁজে পাচ্ছি না। সাথের বাচ্চারা জানায় আমার নাতনীকে রাসেল ডেকে নিয়ে গেছে। সাড়ে ১২টার সময় টাংকির ভিতর থেকে লোকজন আমার নাতনীর লাশ তুলে আনে। তার মুখে টেপ মারা টেপ দিয়া হাত বান্ধা।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানায়, এই রাসেল মাদকাসক্ত, সে বিভিন্ন সময় বাচ্চা মেয়ের উত্যক্ত করতো। আজকে এই অঘটন ঘটাইছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, লাশ উদ্ধার শেষে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে। ঘাতককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।


