প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৪:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৬, ১:০১ পূর্বাহ্ণ
গোমতী চরে অবৈধ মাটি কাটার ফলে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে
কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লা সদর উপজেলা অংশে গোমতী চরে অবৈধ মাটি কাটার ফলে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে। আদর্শ সদর উপজেলা অংশে গোমতী চরে অবাধে ট্রাক্টর, ড্রাম ট্রাক দিয়ে রাতভর শতশত গাড়ী মাটি বিক্রির মহোৎসব চলছে।
কৃষি উৎপাদন ব্যাহত করে, আইনের তোয়াক্কা না করে দু'পাড়ের ১৭ পয়েন্টে হরদমই নদী আইন অমান্য করে ভূমি দস্যুরা ৮০০/= টাকা করে প্রতি গাড়ী মাটি সাপ্লাই দিচ্ছে। মাঝে মাঝে সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে জড়িমানা ও ট্রাক্টর ও ড্রাম ট্রাক জব্দ করলেও থেমে নেই মাটি কাঁটা।।অবৈধ মাটি কেটে নিরাপদে সড়কের পাশে পাহারাদার বসিয়ে অভিযান পরিচালনা গাড়ী দেখলেই মুঠোফোনে জানান দিয়ে গাড়ীর চাবি নিয়ে ড্রাইভার ও শ্রমিকদের সটকে পরার দিকনির্দেশনা দিচ্ছেন।
বিস্তারিত দেখুন ভিডিও তথ্যচিত্রে-
অভিযোগ রয়েছে অভিযান পরিচালনা করার পূর্বে মাটি বিক্রির হোতাদের জানিয়ে দেয়া হয়।ফলে মাটির ব্যাবসার সাথে জড়িত ভূমি দস্যুরা ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়।রাত ১১টায় গোমতী চরে অবৈধ মাটি কেটে ট্রাক্টর দিয়ে মাটি নিয়ে যাবার দৃশ্য ফ্রেম বন্দী করে তা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তুলে ধরার চেষ্টা করেছি মাএ।নগর বাসীকে পরিবেশ দোষন সহ বৃক্ষাদী বাঁচাতে জেলা প্রশাসন সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করবে এটাই সাধারণ জনতার প্রানের দাবী।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র