প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
ভাতিজার দায়ের কোপে চাচা–চাচি হাসপাতালে
কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লার বুড়িচং উপজেলায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আহতদের পরিবার এ অভিযোগ জানান।
হামলায় আহতরা হলেন— বুড়িচং থানার ষোলনল ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল মান্নান (৬০) এবং তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। এ ঘটনায় আহত আব্দুল মান্নানের ছেলে তারেকুজ্জামান অপু বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ মারধরের ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন— আহত আব্দুল মান্নানের ভাই আব্দুল হান্নান, তার স্ত্রী তাসলিমা আক্তার এবং ভাতিজা আতিকুজ্জামান অভি ও মো. ফারুক। অভিযোগে আতিকুজ্জামান অভিকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
আহতদের পরিবার জানায়, সম্পত্তি নিয়ে বিরোধ ও চলাচলের রাস্তায় নির্মাণসামগ্রী রাখার বিষয়ে কথা বলতে গেলে আব্দুল মান্নানকে তাঁর ভাতিজা আতিকুজ্জামান অভিসহ অন্যান্য অভিযুক্তরা মারধর করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে একই দিন রাতে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হোসনেয়ারা বেগম বলেন, ‘আমি তাদের মায়ের বয়সী। অথচ ছেলেগুলো আমার হাত ও মাথায় দিয়ে আঘাত করেছে। আমার স্বামীকেও মারধর করেছে। আজ চারদিন আমরা হাসপাতালে। আমার একমাত্র ছেলে—সুযোগ পেলে ওরা আমার ছেলেকে মারধর করবে।'
মা–বাবাকে মারধরের বিচার চেয়ে তারেকুজ্জামান অপু বলেন, ‘প্রতিবেশীরা না থাকলে তারা আমার মা–বাবাকে মেরেই ফেলত। আমরা বিচার চাই, কিন্তু বিচার পাব কোথায়?'
অভিযোগের তদন্ত কর্মকর্তা বুড়িচং থানা পুলিশের উপপরিদর্শক রাকিবুল হাসান বলেন, ‘অভিযোগটি আমার কাছে রয়েছে। সরেজমিনে তদন্তে যাব। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।'
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র