প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ১১:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
কুমিল্লায় বাসার গ্রিল কেটে টাকা ও স্বর্ণালঙ্কার লুট
কুমিল্লা প্রতিনিধি :- কুমিল্লা নগরীর একটি বাসার জানালার গ্রিল কেটে নগদ আড়াই লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনের কোনো এক সময় কুমিল্লা নগরীর কান্দির পাড় ইসলামী ব্যাংক গলির ডক্টরস ল্যাব বিল্ডিং নামের একটি ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জামাল হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তিনি লাকসাম উপজেলার আমদুয়ার এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী জামাল হোসেন বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে স্ব পরিবারে আমরা পারিবারিক ট্যুরে ঘুরতে যাই। বাসায় ফিরে আসি রাত ৯টার দিকে। বাসায় তালা খুলে কক্ষে প্রবেশ করে দেখি আমাদের শয়নকক্ষের আলমারি ভাঙা। বাসার জানালার গ্রিল কাটা। সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। আমার স্ত্রী গয়নার বাক্স খুলে দেখে ১ তোলা স্বর্ণও নেই। ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। আমার ছোট ছেলের জমানো দেড় লাখ টাকাসহ মোট আড়াই লাখ টাকার মতো টাকা ছিল আলমারিতে। সবকিছু নিয়ে গেছে বলেই ডুকরে কেঁদে ওঠেন তিনি।
শুক্রবার রাত ১০টার দিকে লুট হওয়া ওই বাসায় গিয়ে দেখা গেছে বাসাটির সবকিছু এলোমেলো। ভবনটির তৃতীয় তলার উত্তর পাশের ফ্ল্যাটের ওই বাসাটির উত্তর-পূর্ব কোণের কক্ষের জানালার গ্রিলের দুটি শিক কাটা। আলমারির দরজা ভাঙা। কাপড়চোপড় এলোমেলো হয়ে পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী মামলা করবেন বলে জানিয়েছেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র