রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে ভারতের পুরুলিয়ায়। পরে তরুণীর অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে সাতদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন আদালত। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, পুরুলিয়া শহরের বাসিন্দা ওই কিশোরী (১৭) গত শুক্রবার সন্ধ্যায় তার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য নিজেদের বাড়ি থেকে বেরিয়েছিল। পরে রাত হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন পুরুলিয়া সদর থানায় অপহরণের অভিযোগ করেন। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নেমে রাতে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ।
ভুক্তভোগী কিশোরী পুলিশকে জানিয়েছে, বন্ধুর বাড়ি যাওয়ার সময় সাত-আটজন যুবক তার পথ আটকিয়ে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে রেললাইনের ধারে একটি চাষের জমিতে নিয়ে ধর্ষণ করেন। পরে কিশোরীর বয়ান অনুযায়ী বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দ্রুত সাত অভিযুক্তকে প্রথমে আটক করে পুলিশ। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বাকি ছজনকে গ্রেপ্তার করা হয়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র