অনলাইন ডেস্ক :- মোবাইল কোর্ট পরিচালনায় বাধা দেওয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করার অভিযোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার বিকেলে লেঙ্গুরা বাজার এলাকায় চেয়ারম্যানের ভাই পারভেজ ভুঁইয়ার বিরুদ্ধে সরকারি জমিতে অবৈধভাবে ভবন নির্মাণের প্রমাণ পাওয়ায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ করেন এবং মব সৃষ্টি করে অভিযুক্ত পারভেজ ভুঁইয়াকে ছেড়ে দিতে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। এর পরিপ্রেক্ষিতেই সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান মোবাইল ফোনে দাবি করেন, তিনি জনস্বার্থে ওই আচরণ করেছেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র