শহীদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :- নওগাঁর মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের ডাকবাংলো মাঠে প্রথম জানাজার নামাজ ও ফাজিলপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এরআগে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়া হলে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুতে মহাদেবপুর ও নওগাঁয় কর্মরত সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন। কর্মময় জীবনে সোহেল রানা মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক আমার বার্তা ও দৈনিক মানবকন্ঠ পত্রিকায় মহাদেবপুর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র