শিরোনাম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ চলছে: পরিবেশ উপদেষ্টা ‘গণভোট রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর মধ্যে আমূল পরিবর্তন আনবে’ আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড, উড়বে ড্রোন:- জাহাঙ্গীর আলম লিবিয়ায় ভূগর্ভস্থ ‘গোপন কারাগার’ থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি শাওন গ্রেপ্তার ঝিনাইদহে বিশেষ অভিযানে লুট হওয়া টিয়ার গ্যাস শেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার, আটক ১ ঋণের দায় নিয়েই প্রাণ হারালেন ইজিবাইক চালক সাগর খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় একই গ্রামের ৫ জন নিহত, গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি শাওন গ্রেপ্তার

Chif Editor

ফেনী সদর উপজেলার কিশোর গ্যাং সদস্য ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাওন হাজারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সোমবার (১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৭ চট্টগ্রাম সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন।

এর আগে, রোববার (১৮ জানুয়ারি) ফেনী শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলা শহরের ট্রাংক রোডস্থ হাজী মিষ্টি মেলা রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাওন হাজারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার শাওন শহরের মাস্টার পাড়া এলাকার শেখ শাদী হাজারীর ছেলে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামিকে পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply