দীপা আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি :- নারায়ণগঞ্জ ৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটগত সমঝোতার ভিত্তিতে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভুঁইয়া তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
১০ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী, এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে মাওলানা শাহজাহান শিবলীকে। তিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জোটের শীর্ষ নেতারা জানান, বৃহত্তর ঐক্য ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জোট সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ-৩ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এখানে একক প্রার্থী দেওয়ার বিষয়ে আগে থেকেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বাংলাদেশ খেলাফত মজলিসকে ছাড় দেওয়া হয়। সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে জামায়াতে ইসলামের প্রার্থী ইকবাল হোসেন ভুঁইয়া মনোনয়ন প্রত্যাহার করেন।
স্থানীয় রাজনৈতিক মহলে এ সিদ্ধান্তকে জোটের অভ্যন্তরীণ ঐক্যের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। নেতাদের মতে, সমঝোতার রাজনীতির মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করলে ভোটের মাঠে জোটের অবস্থান আরও শক্তিশালী হবে।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র