প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ১২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
আসিফ মাহমুদের সাবেক এপিএস বিদেশে যেতে চান, মিললো না অনুমতি
অনলাইন ডেস্ক :- সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়ার আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে তার বিদেশ গমনের আবেদন নাকচ করেন।
শুনানিতে মোয়াজ্জেম হোসেনের পক্ষে আইনজীবী মো. রায়হান আদালতে জানান, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে এবং তিনি কোনো রাষ্ট্রবিরোধী বা আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত নন। তিনি পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া প্রয়োজন বলে দাবি করেন আইনজীবী। এ সময় ১৫ ফেব্রুয়ারির একটি মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত রয়েছে বলেও আদালতকে অবহিত করা হয়।
এর আগে, মোয়াজ্জেম হোসেনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অবমুক্ত করে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন। বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ মে একই আদালত মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র ব্লক করার নির্দেশ দেন।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার মেয়াদকালে মোয়াজ্জেম হোসেনকে এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। আর এসব অভিযোগেই গত বছরের ২১ এপ্রিল তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র