কুমিল্লা প্রতিনিধি :-
কুমিল্লা জেলা আদর্শ সদর উপজেলা, ৪ নং আমড়াতলী ইউনিয়নের পূর্ব কৃষ্ণপুর গুংগুর খালের পাড়ের সেগুন গাছ সরকারী অনুমোদন না নিয়ে কর্তন করে চুরির খবর পাওয়া গেছে। সরজমিনে অনুসন্ধানে গিয়ে সত্যতা পাওয়া গেছে।
দেখা যায় জনৈক কবির ভেন্ডারকে সেগুন গাছের ডাল কেটে লাকড়ি করছে দেখা যায়। কবির ভেন্ডারকে গাছ কর্তনের সরকারী অনুমোদন আছে কি-না প্রশ্ন করা হলে তিনি বলেন, অনুমোদন নেয়া হয়নি। কবির ভেন্ডার আরো বলেন, গাছ আমি লাগিয়েছি তা-ই ঘরের ফার্নিচারের জন্য সেগুন গাছ কর্তন করেছি। পরবর্তীতে বন বিভাগের কর্মী ও পানিউন্নয়নের পক্ষের দায়িত্বশীল একজন ঘটনাস্থল পরিদর্শন করেন ও সরকারী ভূমির সেগুন গাছ কর্তনের সত্যতা পান।
https://www.youtube.com/watch?v=WLr8rGLzIko
পরবর্তীতে কবির ভেন্ডার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মাজিস্ট্রেট দফতরে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। স্থানীয় তহশিলদার তাঁকে সরকারি গাছ কাঁটার অভিযোগ থেকে রক্ষার জন্য সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে। সরকারী অনুমোদন না নিয়ে সরকারি ভূমি সেগুন গাছ কর্তন করে চুরি,পরিবেশ দোষন।আইনে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তারা খতিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এটাই সাধারণ জনতার প্রানের দাবী।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র