শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- রংপুর-১ ( গঙ্গাচড়া ও সিটিকরপোরেশন ১- ৯ ওয়ার্ড) জাতীয় সংসদ নির্বাচনে ছয় প্রার্থীকে তাদের দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রংপুর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
বরাদ্দপ্রাপ্ত প্রার্থীরা প্রত্যেকে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে নিজ নিজ দলীয় প্রতীক ব্যবহার করবেন। জাতীয় পার্টি থেকে মঞ্জুম আলী লাঙ্গল প্রতীকের মাধ্যমে নির্বাচনী মাঠে নামবেন। বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীক ব্যবহার করে ভোটারদের কাছে পৌঁছাবেন। জামায়াতে ইসলামির রায়হান সিরাজী দাড়িপাল্লা প্রতীক ব্যবহার করে ভোটপ্রচারণায় অংশগ্রহণ করবেন।
এছাড়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) থেকে মো: আনাস কাঁচি প্রতীক, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আহসানুল আরেফিন চশমা প্রতীক, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এটিএম গোলাম মোস্তফা তাদের হাতপাখা প্রতীক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাবেন।
জাতীয় পার্টি প্রার্থী মঞ্জুম আলী বলেন,আমি লাঙ্গল প্রতীক নিয়ে জনগণের পাশে দাঁড়াব। রংপুর-১ এলাকার মানুষকে উন্নয়নমূলক কাজের স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই। ভোটারদের আস্থা ও সমর্থন পাওয়াই আমার মূল লক্ষ্য।
বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন বলেন,ধানের শীষ প্রতীক আমার জন্য একটি দায়িত্ব বহন করছে। জনগণের ভোটাধিকার সুরক্ষায় কাজ করা এবং এলাকার শিক্ষার মান, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগ উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
জামায়াতে ইসলামির রায়হান সিরাজী বলেন,দাড়িপাল্লা প্রতীক আমাকে জনগণের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করেছে। আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করতে চাই।
প্রধান সম্পাদক : জুয়েল খন্দকার
ভারপ্রাপ্ত সম্পাদক : এস এম রাশেদ হাসান
নির্বাহী সম্পাদক : গাজী ওয়ালিদ আশরাফ সামী
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : ১০/৩, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা-১০০০
হট-লাইন নাম্বার : ০১৯৮৮৬৬৩৭৮২, ০১৯৬৭৯৯৯৭৬৬.
স্বত্ব © ২০২৬ দেশপত্র